1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ইমাম হত্যার প্রতিবাদ, পুড়িয়ে দিল বাগান, অর্থনীতির চাকা ঘুরে ও আন্তঃস্কুল বিতর্ক - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

ইমাম হত্যার প্রতিবাদ, পুড়িয়ে দিল বাগান, অর্থনীতির চাকা ঘুরে ও আন্তঃস্কুল বিতর্ক

সংবাদদাতাগন॥
  • প্রকাশকাল : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে
গাজীপুর জামে মসজিদের ইমাম মাওঃ রইস উদ্দিন হত্যার প্রতিবাদে
মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মৌলভীবাজার সংবাদদাতা


ঢাকার গাজীপুর পুবাইল জামে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ইমাম সমিতি মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে ও মৌলভীবাজার পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমান বকুল’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক  মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ,সহ সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ।

এছাড়া অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর সেলিম আহমদ, মাওলানা বজলুর রশিদ চৌধুরী, মাওলানা মুফতি হিফজুর রহমান হেলাল, মাওলানা আব্দুল হাই দিনারপুরী, মাওলানা শামীম আহমদ উসমানী, মাওলানা হাফিজ কামরুল ইসলাম জালালি, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দিন, মওলানা মিজানুর রহমান, মাওলানা মাছুম আহমদ তালুকদার, মাওলানা মসাহিদ আলী প্রমুখ। বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।


কমলগঞ্জে দুষ্কৃতকারীদের আগুনে কৃষকের সবজি বাগান পুড়ে ছাই;
৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কমলগঞ্জ সংবাদদাতা


মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হলো কৃষক আহমদ মিয়ার সবজি বাগানের একটি ঘরসহ ৮ হাজার চটি ও সাড়ে ৪ হাজার সবজির চারা। ক্ষয়ক্ষতি পরিমান প্রায় ৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষক আহমদ আলী।

 

 

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, গত ১৫ এপ্রিল রাত্রে উপজেলার মাধবপুর চা বাগানের সুন্দর বন সংলগ্ন মরা নদী নামক স্থানে সবজি বাগানে আমার কর্মরত শ্রমিকদের মজুরি দিয়ে রাত আনুমানিক ১১ টায় কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন নিজ বাড়িতে যাওয়ার পর আমার কাছে খবর আসে আমার সবজি বাগান আগুনে পুড়ছে। তিনি জানান, আমার বাগানের একটি ঘরে যাবতীয় মালামাল ছিলো। ঘটনার আগেও প্রায় দেড় দুই লাখ টাকার সার, কীটনাশক, পলিথিন এনেছি। এছাড়াও ছিল ৩ টি পানির পাম্প, দেড় হাজার ফুট পাইপ ও আখ মাড়াইকৃত ১৫ টিন গুড় সব পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ করে আরো বলেন, আমি রাতে থানা পুলিশকে অবগত করেছি, তারা এসে দেখে গেছে। কাটাবিল এলাকার কিছু লোকের সাথে আমার পূর্ব বিরোধ ছিল, হয়তো তারাই এ ঘটনা ঘটিয়েছে। আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি। এই অগ্নিকান্ডের ঘটনায় আমি সর্বশান্ত হয়ে গিয়েছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি প্রশাসনের কাছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতার হোসেন বলেন, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


শ্রমিকদের পরিশ্রমের ফলেই দেশের অর্থনীতির চাকা ঘুরে

-বিএনপি নেতা  হাজী মুজিব


মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি পালন উপলক্ষে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মে দিবসের র‌্যালি পরবর্তী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

গত বৃহস্পতিবার দুপুরে প্রথমে শমশেরনগর বাজারে বের হয় শোভাযাত্রা। পরে মে দিবসের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী মুজিব বলেন,  শ্রমিকরা পরিশ্রম করে তাদের সংসার চালায়। তাদের মধ্যে কোন গরলতা নেই। শ্রমিকদের পরিশ্রমের ফলেই দেশের অর্থনীতির চাকা ঘুরে। কিন্তু দু:খের বিষয় এই হারকাটা পরিশ্রম করা মানুষগুলোর সাথে কিছু পুঁজিবাদীরা প্রতারণা করে। শ্রমিকদের তাদের কাছে বঞ্চনার শিকার হতে হয়। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আমরা যেন শ্রমিকদের পাশে থাকি। বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকরা যাতে বঞ্চিত না হয় সেই দিকে সর্বাধিক গুরুত্ব দিবে বিএনপি। এ সময় অন্যান্যেরন মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সভাপতি ছমরু মিয়া, শ্রমিক নেতা মিছির মিয়া, মনির মিয়া, ফয়ছল মিয়া প্রমুখ।


 

শ্রীমঙ্গলে দুদকের আয়োজনে
আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

শ্রীমঙ্গল সংবাদদাতা


 

 

‘‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামী শুদ্ধতা’’ এই শ্লোগানকে ধারণ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা।

সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের সহযোগিতায় নটরডেম স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘বিতর্কের বাছাই পর্বের বিষয় ছিল ‘আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারণ’ এবং ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ এবং চূড়ান্ত পর্বের বিষয়টি ছিল ‘অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নটরডেম স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিক দল। ওই স্কুলের বিতার্কিক সায়ন্তী দেব দিয়া সেরা বক্তার পুরস্কার অর্জন করেন। রানারআপ হয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল।

অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জের উপপরিচালক মো. এরশাদ মিয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উপজেলা দুপ্রক শ্রীমঙ্গলের সহ-সভাপতি এ.এন.এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য সাংবাদিক মো. কাওছার ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মো. রফি আহমেদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, নটরডেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ সিএসসি, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মো. সাইফুল ইসলাম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী এবং বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত প্রসাদ কুমী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ তালুকদার এবং শুভেচ্ছা বক্তব্য দেন সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।

বিতর্ক প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন, শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আব্দুল মোমিন, ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুহরুল ইসলাম মিঠু ও হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: আল আমিন এবং মডারেটরের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মো. সাইফুল ইসলাম।

উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ছিল দি বাডস রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং বিটিআরআই উচ্চ বিদ্যালয়।

 

 

One thought on "ইমাম হত্যার প্রতিবাদ, পুড়িয়ে দিল বাগান, অর্থনীতির চাকা ঘুরে ও আন্তঃস্কুল বিতর্ক"

Comments are closed.

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT