মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্ত’র অভিযান
মৌলভীবাজার, ২ অক্টোবর, ২০২১
নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারে শনিবার অভিযান চালিয়েছে। সংশ্লিষ্ট কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ও জেলা গোয়েন্দা পুলিশ’এর সহযোগিতায় জেলা শহরের পশ্চিমবাজার, আদালত সড়ক, পুরাতন হাসপাতাল সড়কসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রতিষ্ঠান, মাছ-মাংসের দোকান, ফার্মেসীসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
ওজন পরিমাপক যন্ত্র ডিজিটাল মিটার কারচুপি করে ওজন কম বেশি করে রাখা, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মূল্য তালিকা না রাখার দায়ে পশ্চিমবাজারের শাহ আলম মিট হাউজকে ২ হাজার টাকা ও হৃদয় পোল্ট্রি সেইল সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পণ্যের মোড়কের গাঁয়ে ইচ্ছে মত দাম লেখা, খাদ্য পণ্যের গাঁয়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখে গরমিল থাকার দায়ে আদালত সড়কের হাট বাজার-২ কে আরো ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
|