মৌলভীবাজার অফিস।। বীরশ্রেষ্ট হামিদুর রহমানের স্মৃতিসৌধ, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেইক, হামহাম জলপ্রপাত ও আরো ১৬টি নৃতাত্ত্বিক জনগোষ্টি অধ্যুষিত প্রাকৃতিক সৌন্দর্য্যের অপার লীলা ভূমি কমলগঞ্জের মানুষের সংগঠন ‘কমলগঞ্জ সমিতি’র সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেলে সোমবার সকালে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে। সমিতির সভাপতি ডাঃ এম এ মতিন এর সভাপতিত্বে ও সাংবাদিক সালেহ এলাহি কুটি’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, ডাঃ পদ্ম মোহন সিনহা প্রমূখ। বক্তব্য দেন ওই এলাকার অধিবাসী শাহাবুদ্দিন আহমদ, মেরাজ চৌধুরী, মোঃ আইয়ুব আলী, সুলতান মিয়াসহ অনেকেই। পরে ডাঃ পদ্ম মোহন সিনহাকে সভাপতি ও শাহাব উদ্দিন আহমদকে সম্পাদক করে কমলগঞ্জ সমিতির ২৭ সদস্যের একটি কমিটি ঘোষনা করা হয়।