1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কেমডেনের দুই এমপি দুই দিকে - মুক্তকথা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন

কেমডেনের দুই এমপি দুই দিকে

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭
  • ৩৪০ পড়া হয়েছে

লন্ডন: বৃহস্পতিবার, ১২ই মাঘ ১৪২৩।। ইউরোপীয়ান ইউনিয়ন থেকে বের হয়ে আসার প্রশ্নে কেমডেনের দুই লেবার এমপি দুই পথে। হলবর্ন সেন্টপাঙ্করাস আসনের এমপি স্যার কেয়ার স্টারমার যখন বের হয়ে আসার পক্ষে খুবই কৌশলী ভূমিকায় অত্যন্ত সতর্কতার সাথে বিভিন্ন বিতর্ক সভায় যোগদিয়ে মৌনভাবে কাজকরে যাচ্ছেন; ঠিক তখনি হেম্পস্টীড কিলবার্ন আসনের এমপি বাংলাদেশী বংশোদ্ভুত টিউলিপ সিদ্দীক ব্লগে লিখলেন-“Our constituency overwhelmingly voted to remain in the EU and I have been clear that I wouldn’t vote to trigger Article 50 unless certain guarantees were forthcoming.” ব্লগে তিনি আরও লিখেছেন যে এদেশের রাজনীতিতে তার প্রবেশ একটা কিছু পরিবর্তন আনার জন্য। বিশেষ করে তিনি যে এলাকায় জীবনভর বসবাস করে আসছেন এবং যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন সেই এলাকার মানুষের মন-মনন আর চিন্তা চেতনার প্রতিনিধিত্বই হলো তার মুল কাজ এবং তাই তিনি করবেন। তিনি আরো লিখেছেন যে, কাজের নিশ্চয়তার জন্য একক বাজারে যাওয়া না-কি সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করা, শ্রমিক অধিকার ও পরিবেশ সংরক্ষন এ কোনটির বিষয়ে সরকার আমাদের কোন নিশ্চয়তা দেননি। ফলে হাওয়ায় থেকে আমি আর্টিকেল ৫০কে মানুষের উপর চাপিয়ে দেয়ায় স্বাক্ষর দিতে পারি না। আমি গভীর দুঃখের সাথে বলছি যে আমাকে বাধ্য হয়ে আমার ছায়া মন্ত্রীসভার পদ থেকে ইস্তাফা দিতে হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT