1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কৌশলে ডাকাত সর্দার আটক, বলেছে পুলিশ - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

কৌশলে ডাকাত সর্দার আটক, বলেছে পুলিশ

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯
  • ৮৩৫ পড়া হয়েছে

মৌলভীবাজার থেকে আব্দুল ওয়াদুদ।। মৌলভীবাজারের একদল পুলিশ বজলু মিয়া(৫০) নামে একজনকে আটক করেছে। পুলিশের ভাষায় এই বজলু মিয়া একজন ডাকাত সর্দার। তারা অত্যন্ত সাহসীকতার সাথে সুকৌশলে সঙ্গীয় ফৌর্স নিয়ে কাবু করে তাকে থানায় নিয়ে আসেন। এমন বর্ণনাই দিয়েছেন মৌলভীবাজার মডেল থানার এসআই মোঃ জিয়াউল ইসলাম। আটককৃত বজলু সদর উপজেলার বিন্নি গ্রামের দিলদার মিয়ার পুত্র বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরো জানায়, তার বিরুদ্ধে ৭টি ডাকাতি, ১টি অপহরণ হত্যা মামলা রয়েছে। আরো ৩টি ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামী সে।
থানার এসআই জিয়াউল আরও জানান, গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিন্নিগ্রামের নিকটবর্তী শমসেরগঞ্জ বাজারে তার অবস্থান রয়েছে বলে খবর পান তারা। তাৎক্ষনিক তার নেতৃত্বে পুলিশের একটি দল নিয়ে বজলুর পিছু নিলে সে একটি কার যোগে পালাবার চেষ্টা চালায়। এসময় কৌশলে কার থেকে তাকে নামিয়ে হাতকড়া পড়ান। কৌশলটি কি ছিল তা অবশ্য সংবাদে উল্লেখ করা হয়নি। পরে রোববার দুপুরে হাজত থেকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT