মহসিন আহমদ।। মৌলভীবাজার: মঙ্গলবার, ২৭শে অগ্রহায়ণ ১৪২৩।। গত ১২ ডিসেম্বর সোমবার রাজনগর উপজেলার মন্সুরনগর ইউনিয়নের মহলাল ও বকসিকোণা গ্রামের যৌথ উদ্যোগে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ‘পাওয়ার টিলার’ চালিত ‘বেড প্লান্টার’ প্রদর্শনীর মাঠ দিবস ও আলোচনা সভা ও বীজ বপণ অনুষ্ঠানে প্রধান অতিথি সুরঞ্জিত চন্দ্র গুপ্ত, অতিরিক্ত উপ পরিচালক (শস্য), মৌলভীবাজার জেলা। তিনি বলেন, কৃষি ক্ষেতে সরকার ৩০ ভাগ ভর্তুকি দিবে খামার মালিকদেরকে। ভুট্টা চাষ অনুষ্ঠানেও তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজনগর। বিশেষ অতিথি ছিলেন মহসিন আহমদ, সাংবাদিক। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, মলয় চন্দ্র দেবনাথ, রাজনগর। উপসহকারী কৃষি কর্মকর্তা, মোঃ রাসেল, মহলাল ব্লক-মনসুর নগর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- রোকসনা আক্তার, মহিলা সদস্য মনসুরনগর। সায়েদ বক্স, মছব্বির মিয়া, ইসমাইল মিয়া, আনিছুল হক মির্জা। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আক্তার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ।