1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন ॥ কমলগঞ্জে বেলা’র প্রচারাভিযান - মুক্তকথা
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন ॥ কমলগঞ্জে বেলা’র প্রচারাভিযান

কমলগঞ্জ ও মৌলবীবাজার সংবাদদাতা॥
  • প্রকাশকাল : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩৭ পড়া হয়েছে

খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে মৌলভীবাজারে বিএনপির দোয়া


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজ শেষে জেলা বিএনপির আয়োজনে শহরের হযরত শাহ মোস্তফা দরগা মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত  হয়।

দোয়া মাহফিলে অংশ নেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য  এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী,আব্দুল মুকিত,মিজানুর রহমান,বকসী মিছবাহ উর রহমান,মো.ফখরুল ইসলাম,সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু,সাধারণ সম্পাদক মারুফ আহমদ,পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমশাদ আহমদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সরওয়ার মজুমদার ইমনসহ প্রমুখ।

দলীয়ভাবে জন্মদিনে কেক কাটার আয়োজন না থাকলেও জেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। দোয়া মাহফিলে  ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।

প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে বেলা’র প্রচারাভিযান


একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সাথে সচেতনতামলক প্রচারাভিযান করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সিলেট। বহস্পতিবার (১৪ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ সরকারি বহুমখী মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে এই প্রচারাভিযান করা হয়।

 

বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ সাহেদা আক্তারের সঞ্চালনায় এবং কমলগঞ্জ সরকারি বহুমখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তাজউদ্দিনের সভাপতিত্বে শিক্ষার্থীদের সাথে প্রচারাভিযান অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক কৃষ্ণ কান্ত সিংহ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি ও বেলা নেটওয়ার্ক মেম্বার নূরুল মোহাইমীন মিল্টন, বেলা সিলেট অফিসের কর্মকর্তা সাফায়েত উল্লাহ।

সভার শুরুতে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা তুলে ধরেন বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ সাহেদা আক্তার। তিনি বলেন, আমাদের ব্যবহৃত প্লাস্টিক ফেলে দেওয়ার পর খাল-বিল, ছড়া ও নদনদীর মধ্যদিয়ে সাগরে পতিত হচ্ছে। আর মাছের খাবার হিসাবে প্লাস্টিক গিলে খাচ্ছে। ফলে মাছের মাধ্যমে মানবদেহে এগুলো প্রবেশ করছে ও শরীরে রোগব্যাধী সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন, দেশের আগামীর কর্ণধার শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতনতা সৃষ্টি করার মধ্যদিয়ে প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করার উদ্দেশ্যেই এই প্রচারাভিযান।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে এই প্রচারাভিযান শিক্ষার্থীদের মধ্যে একটি সচেতনতা সৃষ্টি হবে। কি করলে পরিবেশ ভালো থাকবে আর কি করলে পরিবেশ ধ্বংস হবে সে সম্পর্কেও জানতে পারবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় শিক্ষার্থীরাও এগিয়ে আসবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT