টিকাদান অভিযানের অংশ হিসেবে সারা দেশের ১৫ হাজারের বেশি টিকাদান কেন্দ্রের সাথে মৌলভীবাজারেও শনিবার (৭ আগস্ট) দেয়া হবে করোনা টিকার প্রথম ডোজ। জেলা ও উপজেলা সদর পাড়ি দিয়ে ইউনিয়নও ওয়ার্ড ভিত্তিক টিকাদান কর্মসূচি পালন হওয়াতে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তবে কিভাবে টিকা দেয়া যাবে কিংবা তালিকাভুক্ত কিভাবে করতে হবে এমনটা নিয়ে পুরোপুরি প্রস্তুত নন বিভিন্ন ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রামের সাধারণ মানুষ। জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কুশিয়ারা নদী পাড়ের ৫০ উর্ধ্ব ফারুক মিয়া এ প্রতিবেদককে বলেন, আমার বয়স তো পঞ্চাশের উপরে চলে গেছে। আমি কি টিকা দিতে পারবো? আবার টিকা দিলে আমার কোন ক্ষয়ক্ষতি হবে কি? প্রতিবেদকের সাথে দীর্ঘক্ষণ আলাপচারিতা শেষে তিনি টিকা নিতে সম্মত হন। এদিকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমকর্তা বনালী দাস বলেন, যারা ২৫ উধ্ব তারা এনআইডির মাধ্যমে শনিবার টিকা দিতে পারবে। মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন মুশেদ শুক্রবার সন্ধায় জানান, শনিবারের গণটিকাদান কমসূচিতে জেলার ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়াডে এক সাথে টিকাদান কমসূচি চলবে। ওই এলাকায় অনেকের রেজিষ্ট্রেশন হয়েছে। যাদের রেজিষ্ট্রেশন হয়নি তাদের নিয়েও প্রত্যেকটি বুথে ২ জন করে কাজ করবে। |