মৌলভীবাজারের কমলগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় দুর্জয় শব্দকর (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৪ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে কমলগঞ্জ-মুন্সিবাজার সড়কের ঠাকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই পিকআপ ভ্যানকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। নিহত বৃদ্ধা দুর্জয় শব্দকর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সুরান্দপুর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুর্জয় শব্দকর ঠাকুর বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান পেছন থেকে বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার ঘটনাস্থলে গিয়ে কমলগঞ্জ থানাকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে পিকাপ ভ্যানটি জব্দ করে এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।