মুক্তকথা প্রতিবেদক।। অকালেই চলে গেলেন ৮০ দশকের তুখোড় ছাত্র নেতা আওয়ামীলীগ নেতা আনকার আহমদ(ইন্নালিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। সেই আটের দশকে ছাত্রলীগ থেকে শুরু করে মৌলভীবাজার আওয়ামী লীগের রাজনীতিতে শরীক হয়ে অনেক পথ হেঁটেছিলেন তিনি। স্থানীয় রাজনীতির মাঠে চার দশকরে সেই পথ চলায় প্রয়াত ছাত্রনেতা আব্দুল ওয়াদুদ ও তারই চাচা বর্তমান আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ফিরোজকে অনুসরণ করে চলেছেন আমৃত্যু। তিনি ছিলেন শান্তিপ্রিয় সৌখিন রাজনীতিক। একাধারে ক্ষমতাসীন রাজনীতির মানুষ অন্যদিকে শান্তিপ্রিয় কিন্তু তার পরও তাকে রাজনীতির জন্য ইচ্ছার বিরুদ্ধে গিয়েও মারামারির মোকাবেলা করতে হয়। সকলের প্রিয় সেই আনকার আহমদ আর নেই। আজ রোববার ভোর ৬:১০মিনিটের সময় তিনি ঢাকার বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন।
মৌলভীবাজার জেলা সদরের ৬নং একাটুনা ইউনিয়ন ৫নং ওয়ার্ড কচুয়া গ্রামের মানুষ প্রয়াত আনকার আহমদ রাজনীতির পাশাপাশি ছিলেন একজন সফল ক্রীড়া সংগঠক ও সমাজ সেবক। তিনি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা রেফারী সমিতির সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। এ ছাড়াও মৌলভীবাজার আবাহনী ক্রীড়া চক্রের তিনি ছিলেন সভাপতি ও একাটুনা ইউনিয়নের ‘ডেভেলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’এর উপদেষ্টা।
মৃত্যুকালে তিনি ২ মেয়ে ১ ছেলে ও স্ত্রী রেখে গেছেন।