লন্ডন: মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী, একুশ ও স্বাধীনতা পদক পাওয়া ষাট-সত্তুর দশকের আলোড়ন সৃষ্টিকারী জনপ্রিয় কন্ঠশিল্পী আব্দুল জব্বার আর নেই। আজ ৩০শে আগষ্ট বুধবার সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিকিউ’তে চিকিৎসাধীন থাকাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। শিল্পী আব্দুল জব্বার ফুঁসফুঁস, যকৃত ও লিঙ্গনালীর যন্ত্রণার পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।