মৌলভীবাজারের জুড়ীতে একটি বস্তার দোকানে প্লাস্টিকের বস্তা থেকে আগুনের সূত্রপাত হয়। ইতিপূর্বে আমাদের অপর একটি খবরে বলা হয়েছিল যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সম্ভবতঃ আগুন লেগেছে। সেটি ছিল তাৎক্ষনিকভাবে সংগৃহীত স্থানীয় মানুষের অনুমান। এবার ফায়ার সার্ভিস বলেছে যে প্লাস্টিকের বস্তা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ইউনিট, বড়লেখা ফায়ার সার্ভিস ইউনিট রাজনগর ফায়ার সার্ভিস ইউনিট সহ ৬টি ইউনিটের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে অনুমিত হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনে রাত আনুমানিক ১১. ঘটিকায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্লাস্টিকের বস্তা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের সূত্রপাত এর বিষয়টি তদন্ত সাপেক্ষে সম্পূর্ণটা জানা যাবে, ফায়ার সার্ভিস জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা যায় প্লাস্টিকের বস্তা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। জুড়ী থানা অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী গ্যাস সিলিন্ডারের দোকান ও পেট্রোল এর দোকানে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। |