1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জুড়ী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে আজ ভোট গ্রহন চলছে - মুক্তকথা
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:১৪ অপরাহ্ন

জুড়ী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে আজ ভোট গ্রহন চলছে

সংবাদদাতা এম এ হামিদ॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৪৯১ পড়া হয়েছে

 

আজ বৃহস্পতিবার, ভোট গ্রহন চলছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে। আজ সকাল থেকে এ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে বলে প্রাপ্ত সংবাদে জানা গেছে। কেন্দ্র গুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি লক্ষনীয় ছিল।
আজকের এ নির্বাচন দ্বিতীয় ধাপের এবং জুড়ি উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ২০২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫২ জন সহ মোট ২৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৯২ হাজার ৮ শত ৮১ জন। ভোট কেন্দ্র রয়েছে ৪৯টি। ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫টি মোবাইল টিম, ৫টি স্ট্রাাইকিং ফোর্স রিজার্ভ, বিজিবি ৬ প্লাটুন, র‍্যাব ৩ প্লাটুন, পুলিশ ৬৫৯ জন ও আনসার সদস্য ৮৩৩ জন কাজ করছে।
শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া র‍্যাব, বিজিবি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে কাজ করছে নির্বাচনী এলাকায়।
এদিকে সাগরনাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাতিলাসাঙ্গন সেন্টারে ভোট শুরুর আগেই ৩৫০ টি ব্যালট পেপারে নৌকার প্রতিকে শীল মারার অভিযোগ উঠে পিনাল কান্তি ঘোষের বিরুদ্ধে। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রার্থীদের উপস্থিতিতে ১ঘন্টা ভোট বন্ধ থাকার পর পূনরায় ভোট শুরু হয়।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT