মুক্তকথা সংবাদকক্ষ।। গত ২৩ ডিসেম্বর, রবিবার মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টো, কানাডা আয়োজন করেছিল ‘মুক্তিযুদ্ধের আলোচনা’ শীর্ষক আলোচনা সভা। টরন্টোর ৩০৩০ ডেনফোর্থ এভিনিউ-এর রেড-হট সিজলিং তান্দুরী রেস্টুরেন্টের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই সভা। মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরীর সভাপতিত্বে সভায় টরন্টোয় বসবাসরত মৌলভীবাজার জেলাবাসী ছাড়াও উপস্থিত ছিলেন বিভন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে আজ বিকৃত করা হচ্ছে। যে যার মতো করে ইতিহাস রচনা করছেন বলেও মন্তব্য করেন তারা। বক্তারা মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সঠিক ভাবে তুলে ধরার আহবান জানান। তাঁরা আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের বিষয়ে, স্বাধীনতা সংগ্রাম নিয়ে কেউ নিরপেক্ষ থাকতে পারেন না। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কুদ্দুছ চৌধুরী তৎকালীন ভারতের প্রধানম্ত্রী ইন্দিরা গান্ধি ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ভারতের বীরসেনাদের প্রতিও শ্রদ্ধা প্রকাশ করেন এবং রাশিয়ার প্রতিও কৃজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম-সাধারন সম্পাদক মুর্শেদ আহমেদ মুক্তা, সিনিয়র সহ-সভাপতি লায়েকুল হক চৌধুরী, বিশিষ্ঠ রাজনীতিবীদ ও সংগঠক জামাল উদ্দিন, কবি ও লেখক রোটারিয়ান সুহেল ইবনে ইসহাক,হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের সাধারন সম্পাদক এবাদ চৌধুরী, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি টুনু মিয়া, সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি প্রফেসার আতাউর রহমান, বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি খুশনুর রশিদ চৌধুরী, মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল ওয়াহিদ প্রমূখ। তাছাড়া মহান মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ চৌধুরী।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জহিরুল ইসলাম, মুহিবুর রহমান খান, রুহুল কু্দ্দুছ চৌধুরী, আব্দুল্লাহ্ আল্ মাহমুদ সুমন, নজরুল আহমেদ, এমরুল ইসলাম ইমরুল, শামছুল বেলাল সহ আরও অনেকে।
সভার শেষে নৈশভোজের ব্যবস্থা ছিল উপভোগ্য। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব। সূত্র: জালালাবাদবার্তা ডটকম