মৌলভীবাজার ও কমলগঞ্জের দু’টি ইট ভাটায় অভিযান
৫০হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারে একটি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর’র সহকারী পরিচালক মোঃ মাঈদুল ইসলাম’র উদ্যোগে ও জেলা প্রশাসন’র ব্যবস্থাপনায় মৌলভীবাজার সদর উপজেলার যদুর অলহা গ্রামের মেসার্স রেইনবো ব্রিকস’র বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বৃহস্পতিবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কার্যালয় জানায়, ভাটার লাইসেন্স হালনাগাদ না থাকার কারণে ওই ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন, ২০১৩(সংশোধিত- ২০১৯) অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ইটভাটার মালিকের অনুরোধে সকল সরকারি লাইসেন্স আগামী ২ সপ্তাহের মধ্যে হালনাগাদ করার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়। ওই সময়ের মধ্যে লাইসেন্স হালনাগাদ না করলে চুল্লি ভেঙ্গে দেওয়া হবে বলে সতর্ক করা হয়।
ভাম্যমানা আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়’র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু। এসময় সার্বিক সহযোগীতা করেন সদর থানার পুলিশ সদস্য ও জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র ফায়ার ফাইটাররা।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায়
কমলগঞ্জে ইট ভাটায় জরিমানা ও কাঁচা ইট বিনষ্ট
পরিবেশের ছাড়পত্র না থাকায় ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও কাঁচা ইট ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার(১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে এসকেবি ব্রিকস নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু। এ সময় পরিবেশ অধিদফতর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, এসকেবি ব্রিকস নামের এই ইটভাটার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ধারা ৪ ও ৫ এবং পরিবেশ অধিদপ্তর সংরক্ষণ আইন ১৯৯৫ অমান্য করায় জরিমানা করা হয়। এ ছাড়া পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের ছাড়পত্র কিছুই ছিল না ওদের।
পরিবেশ অধিদফতর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তর সংরক্ষণ আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে। এছাড়া কাঁচা ইট নষ্ট করা হয়েছে। আপতাতঃ ইট ভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে।