1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দুর্নীতিবিরোধী বিতর্ক ও বিশ্ব পরিবেশ দিবস - মুক্তকথা
সোমবার, ২৪ জুন ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

দুর্নীতিবিরোধী বিতর্ক ও বিশ্ব পরিবেশ দিবস

প্রতিনিধি ও প্রতিবেদক॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৭৫ পড়া হয়েছে

 

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা

“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”

 

‘‘ রুখবো দুর্নীতি. গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা। গতকাল(৩ জুন) সোমবার সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন(দুদক), সাজেকা হবিগঞ্জ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক) মৌলভীবাজার-এর আয়োজনে এ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক) মৌলভীবাজারের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ড. ফজলুল  আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন(দুদক), সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপপরিচালক মোজাম্মিল হোসেন ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।

বিতর্ক প্রতিযোগীতায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান ও  আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২য় স্থান অর্জন করেন।

বিতর্ক প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন দুদক সমন্বনিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর সহকারী উপপরিচালক মো: সাইফুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো জসিম উদ্দিন মাসুদ ও  কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক সৈয়দা এহসানা রহমান। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর সহকারী উপপরিচালক শাহীন কাওছার।

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) রাজনগরের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা: এ.কে জিল্লুল হক, সাধারণ সম্পাদক শিক্ষক সংকর দুলাল দেব, জুড়ী সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো: তাজুল ইসলাস ও শ্রীমঙ্গল সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদসহ জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিগণ বিয়জীদের হাতে পুরস্কার তুলেন দেন।


বিশ্ব পরিবেশ দিবস পালিত

 

 

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্য নিয়ে পর্যটন জেলা মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার’এর যৌথ আয়োজনে গত বুধবার ৫জুন সকালে আদালত সড়কের কাশিনাথ-আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ থেকে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে বৃক্ষ ও সনদ উপহার দেন অতিথিগন।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরী’র সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন’এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার জেলা পরিষদ’এর প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর’র সহকারী পরিচালক মোঃ মাঈদুল ইসলাম, জালালাবাদ গ্যাস প্লান্ট শেবরন বাংলাদেশ’এর প্রতিনিধি মোঃ ইমাম হাসান প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT