1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দেবতা রাম তো ছিলেন নেপালি কারণ অযোধ্যা নেপালে ছিল - মুক্তকথা
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১২:২২ অপরাহ্ন

দেবতা রাম তো ছিলেন নেপালি কারণ অযোধ্যা নেপালে ছিল

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ১২৬৯ পড়া হয়েছে

-নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি

মুক্তকথা সংবাদকক্ষ।। ‘মূল অযোধ্যা ছিল নেপালে। আর ভগবান রাম নেপালি ছিলেন, ভারতীয় ছিলেন না।’ নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এমন বিতর্ক সৃষ্টিকারী মন্তব্য করেছেন সংবাদ সংস্থা ANI এর কাছে। ANI কে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘আসল অযোধ্যা তো নেপালে ছিল। ভারতে নয়। আর ভগবান রামও নেপালি ছিলেন, ভারতীয় ছিলেন না।’ ANI এর বরাত দিয়ে নিউজ১৮বাংলা গতকাল ১৩জুলাই এমন খবর প্রকাশ করেছে।
কাঠমাণ্ডু থেকে এএনআই লিখেছে, পুরোনো আসল অযোধ্যা আছে নেপালে এবং দেবতা রাম নেপালেরই মানুষ ছিলেন। একধরনের দাবীই করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি৷ তাঁর বক্তব্য, আসল অযোধ্যা তো নেপালে অবস্থিত ছিল, ভারতে নয়৷ রামও নেপালি ছিলেন৷ স্বাভাবিকভাবেই নেপালের প্রধানমন্ত্রীর এমন দাবি বিতর্ক তৈরী করতে যথেষ্ট খোরাক যোগাবে এবং ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে৷​

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
ছবি সৌজন্য: খবর

মানচিত্রের এলাকা নেপাল নিজেদের বলে নতুন মানচিত্রে ঢুকিয়ে দিয়েছে। ছবি সৌজন্য: খবর

সবকিছুর পেছনে কলকাঠি নাড়ে রাজনীতি। নেপাল ইদানিং চীনের সাথে খুব একটা গলায় গলায় ভাব দেখিয়ে চলেছে। সে ভাব কতখানি খাঁটী আর কতখানি ব্যবসায়ীক সে দেখবেন গবেষকগন। তবে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক যে এখন তলানিতে তা সঠিকভাবে বলা যায়৷ সম্প্রতি ভারতের একাধিক এলাকাকে অন্তর্ভূক্ত করে নতুন মানচিত্র তৈরির সংশোধনী বিল পাশ হয়েছে নেপালের সংসদে৷ কোনও রকম বিরোধিতা ছাড়াই সর্বসম্মতভাবে ওই সংবিধান সংশোধনী বিল পাশ হয়েছে৷ নেপালের সংশোধিত রাজনৈতিক ও প্রশাসনিক ম্যাপে ভারতের একাধিক এলাকাকে নিজেদের সীমান্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে নেপাল৷ নয়া ম্যাপে ভারতের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা নিজেদের সীমান্তের মধ্যে রেখেছে নেপাল৷ এই তিন এলাকাই উত্তরাখণ্ডে পড়ে৷
গেলো সপ্তাহে নেপালে ভারতের রাষ্ট্রীয় চ্যানেল দূরদর্শনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে নেপাল সরকার৷ দূরদর্শন ছাড়া ভারতের বাকি সব বেসরকারি চ্যানেল সম্প্রচারিত হচ্ছে নেপালে৷

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT