1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দেশব্যাপি নারী নির্যাতন খুন ধর্ষণের বিরুদ্ধে জেলার বিভিন্নস্থানে প্রতিবাদ সমাবেশ - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন

দেশব্যাপি নারী নির্যাতন খুন ধর্ষণের বিরুদ্ধে জেলার বিভিন্নস্থানে প্রতিবাদ সমাবেশ

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৮৭৫ পড়া হয়েছে

রাজনৈতিক প্রতিনিধি।। নোয়াখালীতে নারীকে বিবস্ত্র নির্যাতনসহ দেশব্যাপি নারী নির্যাতন, খুন, ধর্ষনের প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল কয়েকটি সংগঠন।
আজ মঙ্গলবার ৬ অক্টোবর ২০২০ দুপুরে শহরের চৌমোহনা এলাকায় প্রগতিশীল সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বর্ষবরণ অনুষ্ঠানে নারী নির্যাতন, তনু হত্যার মতো আলোচিত অনেক অপরাধের বিচার হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণে সমাজে খুন ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনা বেড়েই চলছে। এসব ঘটনার সাথে যুক্ত অপরাধীদের পাশাপাশি তাদের আশ্রয়দাতাদের খুজেঁ বের করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। অন্যতায় এই প্রবণতা বন্ধ করা যাবেনা।
প্রতিবাদ সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করেন প্রতিবাদকারীরা।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা বিশ্বজিত নন্দীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সিপিবি’র সাধাররণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রেহনুমা রুবাইয়াত ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পিনাক দেব।

দেশব্যাপী গণধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস ও নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী গণধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনায় ব্লাড ডোনেশন গ্রুপ (বিডিজি) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্লাড ডোনেশন গ্রুপ কমলগঞ্জ এর নির্বাহী পরিচালক মো. রেদওয়ানুল ইকবাল রাহীর স ালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক সাজিদুর রহমান সাজু, সাংবাদিক শাহিন আহমদ, সাংবাদিক সোহেল আহমদ, ব্লাড ডোনেশন গ্রুপ কমলগঞ্জ এর সভাপতি নোহান আহমেদ রনি, সদস্য মাহিন মোন্তাছির, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাকের আলী সজিব, সাইফুল ইসলাম, হাসান আহমেদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস ও নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী গণধর্ষন ও নারী নির্যাতনে জড়িতদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT