1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় - মুক্তকথা
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

বিশেষ বার্তাপরিবেশক
  • প্রকাশকাল : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১২৭ পড়া হয়েছে

বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে গেলো শ্রীমঙ্গলে। এসময় বিভিন্ন সমস্যা ও সরকারের উন্নয়নে সৃষ্ট জটিলতার নিরসন কল্পে খোলামেলা মতামত ও বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন মতবিনিময়ে অংশগ্রহণকারীদের অনেকেই।

উপস্থিত ছিলেন উপজেলার সকল জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সরকারী ও বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্যব্যক্তি, চা-বাগান ব্যবস্থাপক, গণমাধ্যম কর্মী এবং সেবা গ্রহীতা।

গতকাল সোমবার(২৯ মে) দুপর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার(ভূমি) সন্দ্বীপ তালুকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার(শ্রীমঙ্গল-কামালগঞ্জ সার্কেল) শহিদুল হক মুন্সী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

মতবিনিময় সভায় শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ আলী, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. আছকির মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, ইস্পাহানি কোম্পানির জেরিন চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা চৌধুরী, ফিনলে টি কোম্পানির বালিশিরা টি এস্টেটের জেনারেল ম্যানেজার সৈয়দ সালাউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, শ্রীমঙ্গল সাংবাদিক সমিতির সভাপতি কাওছার ইকবাল, আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি মোঃ আশিকুর রহমান প্রমুখ।

সভায় শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড় দ্রুত অপসারণ, পাবলিক লাইব্রেরি পুনঃ চালু করণ, শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ, মডেল মসজিদ নির্মাণ, রেলওয়ে মাঠ উন্মুক্ত করন, যানজট নিরসন, পৌরসভার আয়তন বর্ধিতকরনসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

এর আগে জেলা প্রশাসক ইছবপুর এলাকায় শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। শ্রীমঙ্গল থানায় স্বাগত জানিয়ে পুলিশের একটি চৌকস দল জেলা প্রশাসককে গার্ড অব অর্নার প্রদান করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT