1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পরম শ্রদ্ধায় রাণী দ্বিতীয় এলিজাবেথকে রাজকীয় সম্মানে সমাহিত করা হলো - মুক্তকথা
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

পরম শ্রদ্ধায় রাণী দ্বিতীয় এলিজাবেথকে রাজকীয় সম্মানে সমাহিত করা হলো

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০১ পড়া হয়েছে

 

সীসারেখাযুক্ত ইংলিশ অক কাঠের শবাধারে রাণী দ্বিতীয় এলিজাবেথকে তাঁর স্বামী রাজকুমার ফিলিপের পাশে পারিবারিক সমাধিঘরে সমাহিত করা হয়েছে।

আজকের এ দিনটি ছিল গোটা বিশ্বের জন্য একটি শোকের দিন। সাধারণ মানুষের পক্ষ থেকে সবচেয়ে সেরা রাজকীয় বিদায় জানানোর দিন।

রাজা ৬ষ্ট জর্জ স্মৃতি সমাধিঘরে রাজকুমার ফিলিপের পাশাপাশি রাখা হয়েছে রাণীর শবাধার। ছবি: অন্তর্জাল
 

স্রষ্টার কাছে সমঝে দেয়ার ওয়েষ্টমিন্সষ্টার এবে’র গম্ভীর রাজকীয় কাজের পর শ্রদ্ধার মিশেলে মর্মস্পর্শী বেদনায় রাণীর শেষ যাত্রা হয় সেন্ট জর্জ ভজনালয়ের রাজকীয় সমাধিস্থলে। দুনিয়ায় সুদীর্ঘকালের রাজত্ব পরিচালনাকারী, কমনওয়েল্থ প্রধান মহাত্মা রাণী দ্বিতীয় এলিজাবেথ-এর অজানা অনন্তের প্রতি এই শেষ যাত্রা বিশ্বের কোটি কোটি মানুষ অপলক নয়নে দেখেছে।

বিশ্ব নেতৃবৃন্দের অংশগ্রহণে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং লন্ডনের রাস্তায় শেষ যাত্রার পর অবশেষে সেন্ট জর্জ চ্যাপেলে সমাহিত করা হলো রাণী দ্বিতীয় এলিজাবেথকে।

উল্লেখযোগ্য, গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে ৯৬ বয়সে মারা যাওয়ার ১১ দিন পর আজ সোমবারের রাজকীয় রীতিনিতির মধ্যে দিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT