জোয়াহির মিয়া বলেন আকাইদ মিয়ার দল ১৫ নভেম্বর রাতের আধারে আকাইদ মিয়া সহ ৮/৯ জনের একটি দল আমার জমির পাকা ধান কাটিতেছে এই সংবাদ পেয়ে সেখানে গিয়ে আমি প্রতিবাদ করিলে ওরা আমাকে লোহার রড, কাচি, দা, শাবল, নিয়ে প্রাণে মারার হুমকি ধামকী দিয়ে জুর পূর্বক আমার জমির ধান কেটে নিয়ে যায়। আমি তাৎক্কনিক এলাকার গন্যমান্য ব্যক্তিদেরকে অবগত করি এবং পরে রাধানগরের আকাইদ মিয়া(২৮) পিতা ছালামত মিয়া, আছাব মিয়া পিতা ছলিম উল্যা; সাজিদ মিয়া পিতা মৃত গনি মিয়া, রায়হান মিয়া পিতা মৃত খোরশেদ মিয়া, মানিক মিয়া পিতা মৃত দলিল মিয়া; হক মিয়া পিতা মৃত ইয়াকুব মিয়া, ছালামত মিয়া পিতা মৃত ইয়াকুব মিয়া, ফিরোজ মিয়া পিতা মৃত ছেমেদ মিয়া গং দেরকে অভিযুক্ত করে মৌলভীবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করি।
তিনি আরো বলেন আমি ও আমার ভাই আমরা যুক্ত রাজ্যে বসবাস করি। আমাদের মাতা একা দেশে থাকেন সেই সুযোগে আমাদের প্রতিবেশি আকাইদ মিয়া গংরা আজ অনেক দিন যাবৎ আমাদের সম্পত্তি দখলের পায়তারা করছে। আমরা প্রবাসে থাকার কারনে আকাইদ মিয়া গংরা আমার মাতাকে একা পেয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভয় ভিতি প্রদর্শন করে আসছে।
|