1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মলইবাজারের দিনলিপি- মুক্তকথা
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন

মলইবাজারের দিনলিপি-

বার্তা পরিবেশক॥
  • প্রকাশকাল : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৭১৫ পড়া হয়েছে

ব্রাহ্মণগ্রামে জনস্বাস্থ বিভাগের হাওর অঞ্চলের গ্রাহক সেবায় উঠান বৈঠক অনুষ্ঠিত

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবাধীন হাওর অঞ্চলে টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এর ক্যাম্পেইন এর অংশ হিসেবে পানি ব্যবহারে গ্রাহক সেবায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল(১৩ মে) সকালে সদর উপজেলা জনস্বাস্থ্য বিভাগের আয়োজনে আয়োজনে এবং সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস(এসবি এসএস) সহযোগিতায় সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের(শেরপুর) ব্রাহ্মণগ্রামে সকালে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস(এসবি এসএস) জেলা সম্বয়কারী পরিতোষ দেব এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিলপুর ইউপি ১নং ওয়ার্ড সদস্য রাজন আহমদ। উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারি প্রকৌশলী স্বপন চাকমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব।

বৈঠকে বক্তব্য রাখেন রুবি বেগম, আনায়ারা বেগম মতিন মিয়া মিন্নত আলী প্রমূখ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবাধীন হাওর অঞ্চল টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প-এর ক্যাম্পেইন আওতায় জেলা ৭টি উপজেলায় বিভিন্ন লিফলেট বিতরণ, পোষ্টারিং, জনসচেতনতামূলক মাইকিং, উঠান বৈঠক, চা দোকানে বৈঠক, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

প্রবাসী কর্তৃক ইউনিয়ন পরিষদকে শীতোতাপ নিয়ন্ত্রণ যন্ত্র উপহার

মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদকে এসি উপহার প্রদান করেছেন লন্ডন প্রবাসী শরফ উদ্দিন। গত (১১ মে) দুপুরে কামালপুর ইউনিয়ন পরিষদকে আনুষ্ঠানিকভাবে এসি উপহার প্রদান করেছেন প্রবাসী শরফ উদ্দিন এর পক্ষে তার পরিবারের সদস্যগন ও এলাকাবাসী । এ সময় সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আপ্পান আলী ইউপি সদস্যগন এবং কামালপুর ইউনিয়নবাসী উপস্থিত খেকে এসি উপহার গ্রহন করেন। এ উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদের হল রুমে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়।

 

অনুষ্ঠানে কামালপুর ইউনিয়নের নাগরিক মো: তালেব আলী, মগনূজ্জামান, জুনেদ আহমদ, জুসেফ আহমদ সহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বৈশাখ মাসের শেষ দিকে ভয়াবহ দাবদাহে অস্থির হয়ে উঠেছে জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাথার ওপর সূর্য এমন তাপ দিচ্ছে যে মানুষ সহ প্রাণ, প্রকৃতি সবাই ভুগছে।

গত কয়েকদিন ধরে তীব্র গরমের দাপটে মৌলভীবাজারে নাজেহাল জনজীবন। এ অবস্থায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছে এ অঞ্চলের খেটে খাওয়া দিনমজুর মানুষ। বুধবার ১০ মে দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

মৌলভীবাজারে গ্রামীন মহিলাদের নিয়ে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক।

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের ওয়ার্ড নং ১,২,৩ এর আওতায় বিন্নীগ্রাম ও আদর্শগ্রামে গ্রামীন মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৩ মে) দুপুরে মৌলভীবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের বিন্নী গ্রামের হাজী বাড়ী এবং বিকেলে আদর্শ গ্রাম প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন।

কাগাবলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা আক্তারের সভাপতিত্বে জেলা তথ্য অফিসের কামরুন নাহার এর পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ বক্তা ছিলেন জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন সামাজসেবক আব্দুর সত্তার খান, লিপি বেগম, সহকারী শিক্ষক ইমা বেগম, লিমা আক্তার, শামছুল ইসলাম, মো: জাকির আহমদ প্রমুখ।

 

উঠান বৈঠকে শিক্ষা সহায়তা কর্মসূচি, যৌতুক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য করণীয়, স্মার্ট বাংলাদেশ গড়তে নাগরিকদের করণীয়, গুজব প্রতিরোধে করণীয়, ইত্যাদি বিষয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন বলেন, নারীর ক্ষমতায়নের জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে। তিনি তার বক্তব্যে নারী শিক্ষা, স্বাস্থ্য, যৌতুক, গ্রামীন নারীদের উন্নতির নানা দিক, সামাজিক কুপ্রথা ইত্যাদি নিয়ে সার্বিক আলোচনা করেন। তিনি তাঁর বক্তব্যে নানা বিষয়ে আলোচনার পাশাপাশি সার্বিক সহায়তা করার আশ্বাস দেন।

উঠান বৈঠকে সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের বিন্নী গ্রাম ও আদর্শ গ্রামের প্রান্তিক নারী ও গৃহবধুরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারে প্রবীণ ব্যক্তিদের সহায়তা কর্মসূচির বিষয়ে অবহিতকরণ সভা

মৌলভীবাজারে প্রবীণ ব্যক্তিদের সহায়তা কর্মসূচির বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার(১১মে) দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা প.প. কর্মকর্তা ডা: বর্নালী দাশ এর সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা: সুরাইয়া আক্তার এর পরিচালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শরিফ উদ্দিন।

 

আয়োজিত প্রবীণ স্বাস্থ্য বিষয়ক অবহিতকরণ সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মহিলা অধিদপ্তরের কর্মমকর্তাসহ উপজেলা কৃষি কর্মকর্তা,প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য কর্মকর্তা,ডাক্তার, সাংবাদিক শিক্ষক,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অপৃর্ব কান্তি ধর সহ সদর উপজেলা বিভিন্ন জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সদর উপজেলার বিভিন্ন এলাকাসহ প্রত্যেক অঞ্চলগুলোতেও কিভাবে প্রবীণ ব্যক্তিদের সার্বিক সহযোগিতা ও সহায়তা দেয়া যায় সে সকল বিষয়ে বিশদ আলোচনা ও কর্মসূচি নেয়া হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT