1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
'প্রাইমেট ফেয়ার' বন্যপ্রাণী সংরক্ষণে একটি সচেতনতমূলক প্রচারণা - মুক্তকথা
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আরবীয় সংস্কৃতির প্রচলন করতে গিয়ে দেশি সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। ‘প্রাইমেট ফেয়ার’ বন্যপ্রাণী সংরক্ষণে একটি সচেতনতমূলক প্রচারণা জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও নির্বাচনের রোডম্যাপ চায় বামজোট চা কন্যা পূর্ণিমা রেলি হত্যা ঘটনা… জামাতের ইফতার, ভিটামিন ‘এ’ প্লাস প্রচার, ভিজিএফ’এর চাল ও হরিণাকান্দি বিএনপি ইফতার শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি মণিপুরী ললিতকলায় যখন প্রশিক্ষণ শুরু তখন ‘বাংলাদেশ প্রতিদিন’ ১৬বছরে পা দিয়েছে ১২৭ কর্মকর্তার সাথে আলাপে বসবেন প্রধান উপদেষ্টা গেলো সপ্তাহের বড়লেখা, কুলাউড়া ও কমলগঞ্জ বাংলাদেশী বংশোদ্ভুত আইএস বধু শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার

‘প্রাইমেট ফেয়ার’ বন্যপ্রাণী সংরক্ষণে একটি সচেতনতমূলক প্রচারণা

কমলগঞ্জ সংবাদদাতা॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৩ পড়া হয়েছে

বন্যপ্রাণী সংরক্ষণে করণীয় বিষয়ে সচেতনতমূলক প্রচারণা
একসময় বাংলাদেশে ১০ প্রজাতির বানর ছিল
এক প্রজাতির বানর হারিয়ে গেছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের আশেপাশের চারটি চা বাগানে ব্যতিক্রমী প্রচারকাজে(ক্যাম্পেইনে)পরিচালিত হয়। অবস্থিত পরিবেশে বানর গোত্রীয় প্রাণীর অবদান এবং এদের সংরক্ষণের গুরুত্ব ও সংরক্ষণে করনীয় বিষয়ে বনের আশেপাশের মানুষদের সচেতন করার লক্ষ্যে এ প্রচারকাজ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রথম ফুলবাড়ি চা বাগান স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রচারকাজ শুরু হয়। পাম্পলরেস ই.ভি. বাংলাদেশ প্রকল্প এবং পিঠাছড়া বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগে শিশুদের নিয়ে এই কর্মসূচী পালিত হয়।

জানা যায়, ঘনবসতির এই দেশে, মানুষজনদের সচেতন না করে কোন বন্যপ্রাণী সংরক্ষণ করা সম্ভব নয়। আর এই সচেতনতা তৈরির লক্ষে পাম্পলরেস ই.ভি. বাংলাদেশ প্রকল্প এবং পিঠাছড়া বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এর যৌথ উদ্যোগে ২০২৩ সাল থেকে “প্রাইমেট ফেয়ার” নামে একটি জনসচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এবছর লাউয়াছড়া বনের চারপাশের ফুলবাড়ি চা বাগান, ফুলছড়া চা বাগান, নুরজাহান চা বাগান ও রশিদপুর চা বাগানে শিশুকিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয়।

 

 

বন এবং বন্যপ্রাণী আমাদের পরিবেশের নিরবিচ্ছিন্ন অংশ। আর এই বন্যপ্রাণীদের মাঝে বানর গোত্রীয় প্রাণীরা আমাদের বনের ভারসাম্য রক্ষার কাজে নিয়োজিত। তারা ফল খেয়ে বীজের বিস্তরণ করে, এতে করে বনে নতুন গাছ জন্মায় এবং বনের পরিধি বৃদ্ধি পায়। এছাড়াও বানর গোত্রীয় প্রাণীরা ফুলের পরাগায়ণ করে এবং ক্ষতিকর পোকামাকড় খেয়ে বনের গাছদের রক্ষা করে। দুঃখের বিষয় হলো আমাদের এই উপকারি বন্ধুরা দিন দিন আমাদের মাঝে থেকে হারিয়ে যাচ্ছে। পূর্বে বাংলাদেশে ১০ প্রজাতির বানর গোত্রীয় প্রাণী থাকলেও এখন আছে নয় প্রজাতির। ইতিমধ্যে আমরা আমাদের এক প্রজাতির বানরদের হারিয়ে ফেলেছি। বাকি যারা এখনও টিকে আছে তাঁদের রক্ষা করার জন্য আমাদের মাঝে সচেতনতা তৈরি করাই একমাত্র উপায়।

আমাদের হারিয়ে যাওয়া লোক সংস্কৃতিকে তুলে ধরতে বায়স্কোপের মাধ্যমে শিশু কিশোরদের বানর গোত্রীয় প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়া লজ্জাবতী বানরের ‘মাসকট’ও সবাইকে অনেক আনন্দ দেয়। প্রতিটি জায়গায় অনুষ্ঠান শেষে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।

এই প্রাইমেট ফেয়ারের মুল পরিকল্পনাকারী এবং আহ্বায়ক ছিলেন বন্যপ্রাণী গবেষক মার্জান মারিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাম্পলরেস ই.ভি. এর চেয়ারম্যান মার্সেল ইস্টুইনগা, বন্যপ্রাণী গবেষক হাসান আল রাজীসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT