এদিকে সুদূর সুইডেন থেকে সুধিজন শিল্পী নওরোজ চৌধুরী হিন্দুস্তান টাইমস ও গাল্ফনিউজ-এর বরাত দিয়ে একটি সংবাদ তাদের ‘সন্মিলিত মেসেঞ্জার’ মন্তব্যে লিখেছেন। প্রণিধানযোগ্য মনে করে আমরা তার সে সংবাদটি হুবহু এখানে তুলে দিলাম।
করোনারভাইরাসের টিকায় শুয়োরের নিঃসৃত জিলেটিন ব্যবহার করলেও তা প্রয়োগে অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ইসলামিক কর্তৃপক্ষ ফতোয়া কাউন্সিল। তারা বলছে, করোনা টিকা তৈরি করতে শুয়োরের দেহাংশ ব্যবহার করা হলেও তা মুসলিম রাষ্ট্রে প্রয়োগ করা যাবে।
মঙ্গলবার ফতোয়া কাউন্সিল ঘোষণা দেয়, ইসলামিক শরিয়াহ অনুযায়ী মানব শরীরের সুরক্ষার উদ্দেশ্যে এ টিকা ব্যবহার করা যাবে।
ফতোয়া কাউন্সিলের চেয়ারম্যান শেখ অবদাল্লাহ বিন বায়াহ জানিয়েছেন, শুয়োরজাত পণ্যকে ইসলাম ধর্মে নিষিদ্ধ ঘোষণা করা হলেও ‘মানবদেহ রক্ষার’ স্বার্থে শুয়োরের জিলেটিন থেকে তৈরি টিকা গ্রহণের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে না।
অধিকাংশ টিকায় শুয়োরের দেহাংশ থেকে তৈরি জিলেটিন ব্যবহারের কারণে মুসলিম রাষ্ট্রগুলোতে করোনার টিকা প্রয়োগ বাধার সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়।
উল্লেখ্য, ইসলাম ধর্মে শুয়োরজাত পণ্য ‘হারাম’ বা নিষিদ্ধ।
কাউন্সিলের মতে, শুয়োরের জিলেটিন ওষুধ হিসেবে গ্রহণ করা হবে, খাদ্য হিসেবে নয়।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ প্রতিরোধ করতে ইতোমধ্যে বেশ কিছু সম্ভাব্য টিকা আত্মপ্রকাশের অপেক্ষায় রয়েছে। অতিমারী পরিস্থিতিতে জীবন বাঁচাতে ধর্মীয় নিষেধাজ্ঞা এড়িয়ে টিকা গ্রহণে বেশি গুরুত্ব দিচ্ছে ইসলামিক দুনিয়া।
সূত্র: গালফ নিউজ ও হিন্দুস্তান টাইমস।
|