1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বজ্রপাতে দুই চা শ্রমিক পরিবারের সদস্যের মৃত্যু - মুক্তকথা
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

বজ্রপাতে দুই চা শ্রমিক পরিবারের সদস্যের মৃত্যু

জুড়ী, মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৬৭৪ পড়া হয়েছে

জুড়ী উপজেলায় বাজপড়ে দুই চা শ্রমিক সন্তানের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী।
গত বুধবার(২৮ এপ্রিল) সকাল ৯ ঘটিকায় হঠাৎ করে প্রচণ্ড ব্রজপাত শুরু হয়। সাথে সাথেই তাদের মৃত্যু হয়। এ সময় তারা ঘরের বাহিরে ছিল।
মৃতরা হলো ফুলতলা চা বাগান এলাকার শ্যামল ভুমিজের মেয়ে টিপু ভূমিজ(১৩) ও একই বাগানের নন্দ ভুমিজের পুত্র রমণ ভূমিজ(২৭)।
স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম রওশন বলেন, আজ বুধবার সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় প্রচন্ড ব্রজপাত হয়। এ সময় তারা ঘরের বাহিরে ছিল। ফলে সাথে সাথেই তাদের মৃত্যু হয়।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা তাদের খোঁজখবর নিচ্ছি এবং স্বাভাবিক প্রক্রিয়ায় লাশের শেষকৃত্য সম্পন্ন করা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT