1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বাংলাদেশ এনজিও প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে পৃথক পৃথক সভা - মুক্তকথা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

বাংলাদেশ এনজিও প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে পৃথক পৃথক সভা

সংগ্রহ ও বিশেষ সংবাদদাতা॥
  • প্রকাশকাল : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৩২৭ পড়া হয়েছে

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা(এসডিজি) অর্জনে রুপগল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারে সারা দেশের ন্যায় ১৮তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে।

গতকাল(২ডিসেম্বর) শুক্রবার মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও মৌলভীবাজার জেলায় কর্মরত সহযোগি সংগঠন সমুহের সহযোগিতায় জাতীয় মহিলা সংস্থার হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহনকারী বক্তারা দেশ ও জাতীয় উন্নয়নে দেশের স্থানীয় এনজিও ও সহযোগি সংস্থার উন্নয়ন কাজের উপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আব্দা বহুমুধি যুব সংঘের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, এসসিডার নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম মিলন, সুপ্রভাত উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহন চন্দ্র দেব, শাহীন আহমদ, জাহাঙ্গীর আহমদ, আহসানউল্লাহ টিপু, ইমন মিয়া, মহিলা পৌর কাউন্সিলর নাজমা বেগম প্রমুখ। প্রধান অতিথি ও অতিথিরা কেক কেটে ১৮তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে শুভ সুচনা করেন।

‘জেলা পলিসি ফোরামে’র সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং মহিলা সেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক রোজিনা বেগম এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা:শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ও ম্যাজিষ্ট্রেট মলি আক্তার।

 

 

এনজিও ফাউন্ডেশন ২০১৭ প্রতিষ্ঠা বার্ষিকী

মৌলভীবাজারে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ২০১৭ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার(২ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসকের হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনায় বক্তরা বলেন, বাংলদেশ এনজিও ফাউন্ডেশন দারিদ্র বিমোচন, শিক্ষা ব্যবস্হা, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রামাঞ্চলে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক যুগ্ন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ নজরুল ইসলাম মুহিব, প্রেসক্লাবের কার্যপরিষদের সদস্য সাংবাদিক মোঃ মাহবুবুর রহমান রাহেল।

বক্তব্য রাখেন, আব্দা বহুমুখী যুব সংগঠনের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, এম সিডা প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন, সাকো নির্বাহী পরিচালক শামীম আহমদ, সাস চেয়ারম্যান সহিদুর রহমান লিয়াকত, এম এইচ শাহীন প্রমুখ। এছাড়াও উক্ত আলোচনা সভায় জেলার বিভিন্ন অঞ্চলের এনজিও কমর্কতা ও কর্মচারীরা উপস্হিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ওয়াফ নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মালিক এবং সঞ্চালনা করেন আব্দা আব্দা বহুমুখী যুব সংগঠনের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান। [এসএনএন২৪.কম থেকে সংগৃহীত]

 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT