বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, কার্ডিফের নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। ২০১৮-২০সালের জন্য গঠিত উক্ত পর্ষদের সদস্যগন হলেন- নজির উদ্দীন, রকিবুর রহমান, মোহাম্মেদ কেরামত আলী, মাহমুদ হোসেন, মোহাম্মেদ আসকর আলী, আলহাজ্ব মোহাম্মদ রহমত, মোহাম্মদ হান্নান, মকিছ মনসুর মিয়া, শফিক মিয়া, শেখ মোহাম্মেদ আনওয়ার এবং মুজিবুর রহমান।