এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। পরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি)২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যু নিবন্ধন শক্তিশালীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
![]() |
শিক্ষার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে দৃঢ় শপথ নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার ৫ম কাউন্সিল সংগঠনের জেলা কার্যালয়ে বিকাল ৫টায় জেলা শাখার সাধারণ সম্পাদক ও শহর শাখার ইনচার্জ রাজিব সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কাউন্সিল সভা পরিচালনা করেন শহর শাখার সংগঠক শ্যামল সরকার। কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য অ্যাডভোকেট আবুল হাসান, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সংগঠক হৃদয় অধিকারী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ নন্দী।
কাউন্সিল সর্বজনীন-বিজ্ঞানভিত্তিক-সেকুলার-গণতান্ত্রিক একই পদ্ধতির শিক্ষানীতি বাস্তবায়নের দাবিতে ছাত্র সমাজের অগ্রবর্তী চিন্তার পথিকৃৎ ছাত্র সংগঠন হিসেবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়।
৫ম কাউন্সিলের মাধ্যমে বিজয় দাসকে আহ্বায়ক ও শ্যামল সরকারকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার ৬ষ্ঠ কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ফাহাদ আহমেদ, উস্মিতা পাল, সমীরণ সরকার, ইমদাদুল হক মাহফুজ, পল্লব দেব, অনুজয় দাস প্রত্যয়, ফায়াজউদ্দিন নাঈম, মো: সাব্বির চৌধুরী, পিনাক সরকার, মিরাজ উদ্দিন তুয়েল, অপু দাশ, সৌম্য রায়, প্রত্যাশা অধিকারী।
বাংলাদেশ বিচার বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সদস্যরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি ও নিয়োগ প্রদানের দাবিতে মৌলভীবাজার আদালতের বিচার বিভাগের কর্মচারীরা এ কর্মবিরতি পালন করেন।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্য়ন্ত এ কর্মবিরতি পালন করেন তারা। কর্মবিরতি চলাকালে, অধীনস্থ আদালত ও ট্রাইব্যুনালের বিচারবিভাগের সহায়ক কর্মচারীরা বিচার বিভাগের সহায়ক বেতন-ভাতা, নিয়োগ ও পদোন্নতির দাবিতে ব্যানার হাতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
তারা দাবি করেন, তাদের বেতন ভাতা বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী সপ্তম থেকে দ্বাদশ গ্রেড অনুযায়ী নির্ধারণ করা হোক।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এ বি এম ফিরোজ আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি বাবু অনুপম তালুকদার, সহ-সভাপতি এম.এ জাবেদ, সাধারণ সম্পাদক, বিকাশ চন্দ্র দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক সুজিত রঞ্জন ধর, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রণব চন্দ্র গোপ, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুমিন রনি, সহ সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, অর্থ সম্পাদক সৈয়দ মুফাচ্ছির আলী, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মোঃ জহির উদ্দিন, সাহিত্য ও সাংষ্কৃতিক সম্পাদক শ্রাবণী দেব, সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পলাশ চন্দ্র দে, কার্যনির্বাহী সদস্য (৩) মোঃ খোরশেদ আলম, মোঃ নজরুল ইসলাম, কম্পিউটার উপদেষ্টা শতাক্ষী দত্ত পুরকাস্থ, উপদেষ্টা শিমুল বোনার্জী, উপদেষ্টা শুভাশীষ রায়, সুমন ধর প্রমূখ।
বক্তারা বলেন, সারাদেশে বিচার বিভাগের বিভিন্ন দপ্তর, যেমন গাড়িচালক, পিয়ন, গার্ডসহ অন্যান্য কর্মচারীরা দীর্ঘদিন ধরে সেবা প্রদান করে আসলেও তারা যথাযথ বেতন, বোনাস এবং ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
তারা আরও জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং বর্তমান সরকারের কাছে তাদের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।