মুক্তকথা সংবাদকক্ষ।। উভচর ড্রোন আবিষ্কার করেছে চীন। গত সোমবার সরকারি সংস্থা সিএসআইসি এই ড্রোন তৈরি করেছে বলে চীন ঘোষণা দিয়েছে। ড্রোনের একটি নামও দেয়া হয়েছে। নাম মেরিন লিজার্ড। চীনের এ দাবী সত্য হলে এটি হবে বিশ্বের প্রথম সশস্ত্র উভচর ড্রোন জাহাজ। এই ড্রোন জলের পাশাপাশি প্রয়োজনে সড়কেও চলাচল করতে পারবে বলে জানা গেছে। বর্তমান এ খবর প্রকাশ করেছে।
এ বিষয়ে গ্লোবাল টাইমস লিখেছে, সব রকমের পরীক্ষায নিরীক্ষার পর লিজার্ড গত ৮ই এপ্রিল কারখানা থেকে বাইরে এসেছে। এই ড্রোনের কাজের পরিধি এক হাজার ২০০ কিলোমিটার। স্যাটেলাইটের মাধ্যমে এই ড্রোনকে নিয়ন্ত্রণ করা যায়।
জাহাজ অবস্থায় ১২ মিটার লম্বা লিজার্ডটি ডিজেল চালিত হাইড্রোজেটের মতো কাজ করে। লুকিয়ে থাকা অবস্থায় লিজার্ডের সর্বোচ্চ গতি হতে পারে ৫০ নটস। ভূমিতে উঠলেই ড্রোনের ভেতর থেকে বেরিয়ে আসে চারটি পা। সর্বোচ্চ ২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় এগুতে পারে লিজার্ড। তবে ডাঙায় এর গতি আরও বাড়ানো যেতে পারে বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন। মেরিন লিজার্ডে ইলেক্ট্রো অপটিক্যাল ব্যবস্থা এবং একটি রাডার রয়েছে। দু’টি মেশিন গান, জাহাজ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে বলে এক জন কর্মকর্তা জানিয়েছেন। যে কোনও জায়গা থেকে খাড়াভাবে উড়তে পারে মেরিন লিজার্ড। সূত্র: বর্তমান বরাতে পিটিআই