1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভাষা আন্দোলনে শ্রীমঙ্গল, ফুটবল ও মাদকসহ আটক - মুক্তকথা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

ভাষা আন্দোলনে শ্রীমঙ্গল, ফুটবল ও মাদকসহ আটক

মুক্তকথা প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩১ পড়া হয়েছে

“ভাষা আন্দোলনে শ্রীমঙ্গল” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে”ভাষা আন্দোলনে শ্রীমঙ্গল” শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাত ৮ ঘটিকায় মৌলভীবাজার রোডস্থ লেবার হাউস মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট, শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে “ভাষা আন্দোলনে শ্রীমঙ্গল” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ মূয়ীজুর রহমান।
সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সমন্বয়ক মোঃ কাওছার ইকবালের স ালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সমাজসেবক দ্বিজেন্দ্র লাল রায়, মৌলভীবাজারের প্রাক্তন সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, দ্বারিকা পাল ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, সমাজ সেবক জগদ্বীশ সেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রভাসীনী সিনহা, শ্রীমঙ্গল কচি-কাঁচার মেলার সভাপতি আলপনা সেন, আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজা, কবি অবিনাশ আচার্য ও চন্দন কৃষ্ণ পাল, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, সম্মিলিত নাট্য পরিষদ শ্রীমঙ্গলের সভাপতি রজত শুভ্র চক্রবর্তী প্রমূখ।
সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সৈয়দ মূয়ীজুর রহমান, অতিথির বক্তব্যে কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য শ্রীমঙ্গলে ভাষা আন্দোলন নিয়ে সংগঠিত বিভিন্ন ঘঠনার তথ্য উপাত্ত তুলে ধরেন। শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ছাত্র আন্দোলন, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন।

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মোস্তাক আহমেদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে মাঠে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেনেটর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন। উদ্বোধনী খেলায় ফুটবল একাডেমী শ্রীমঙ্গল ১-০ গোলে শাহজাহান কিংস ফুটবল একাডেমী, হবিগঞ্জ-কে পরাজিত করে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউনিয়নের চেয়ারমান পুষ্প কুমার কানু, অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, লন্ডণ প্রবাসী আলহাজ্ব আব্দুস শহীদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য রাহাত আহমদ তরফদার, সাবেক পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন প্রমুখ।
তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ণ উদ্বোধনী খেলায় ফুটবল একাডেমী, শ্রীমঙ্গলের প্রথমার্ধে দেওয়া একমাত্র গোলে শাহজাহান কিংস ফুটবল একাডেমী হবিগঞ্জকে পরাজিত করে। খেলাটি উপভোগ করতে মাঠের চতুর্দিকে বিপুল সংখ্যক দর্শনার্থীদের ঢল নামে।
উল্লেখ্য, টুর্ণামেন্টে মোট ১৬টি দল নিয়ে ইমান’স ফ্লীট এন্ড ম্যানেজম্যান্টের স্পন্সরে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জে গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানে বিদেশি মদসহ আটক-১

কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জে গোয়েন্দা বিভাগের মাদক বিরোধী মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানে বিদেশি মদসহ একজনকে আটক করেছে জেলার গোয়েন্দা বিভাগ। গত সোমবার রাত সাড়ে ৮টায় ধলাইপার গ্রাম এলাকা থেকে এই আটক করা হয়।
জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে একদল অফিসার মাদক বিরোধী সেল, মৌলভীবাজারসহ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ধলাইপার গ্রামের সাজিদ মিয়ার ছেলে শাহিন আলম (৩৬)-কে ৪০ বোতল বিদেশি মদসহ আটক করা হয়েছে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়ে আটক ব্যক্তিকে জেল হাজতে প্রেরন করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT