নাম প্রকাশে অনিচ্ছক বাজারের এক ব্যবসায়ী জানান, মুন্সীবাজারের এসব গুরুত্বপূর্ণ পয়েন্টের প্রতি শতক ভূমির দাম কম হলেও ৬ লাখ টাকায় বিক্রি হয়। এই হিসেবে ৬৫ শতক জমির দাম পড়ে ৩ কোটি ৯০ লাখ টাকা। মৌলভীবাজার সড়ক বিভাগ সূত্র জানায়, পুরো জেলা জুড়ে তাদের ৩৮১ কিলোমিটার সড়ক রয়েছে। ওই সড়ক ঘেঁষে তাদের ১ হাজার ৫শ ৩৫ একর ভূমি রয়েছে। এসব ভূমির সিংহভাগ জায়গা জবরদখলে রয়েছে।
সওজ আরো জানায়, গুরুত্বপূর্ণ এ দফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারি প্রকৌশলী, সহকারি প্রকৌশলী, প্রাক্কলনকারী/ওয়ার্ক সুপারভাইজার, প্রধান কারনিক ও জ্যেষ্ঠ হিসাবরক্ষক সহ মোট ২৭পদের ১২২ জনের মধ্যে কর্মরত আছেন মাত্র ৩৩ জন। ৫টি দফতরের মধ্যে ৮৯জনই নেই। পর্যাপ্ত লোকবলের অভাবে তারা তাদের জমি উদ্ধার করতে পারছেন না।
মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন মঙ্গলবার বেলা দেড়টায় মুন্সীবাজারস্থ উচ্ছেদ অভিযান থেকে জানান, বিরোপ আবহাওয়ায় বৃষ্টি উপক্ষো করে তারা তাদের ৬৫শতক ভূমি উদ্ধার করতে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন। তিনি আশা রাখছেন দিনব্যাপী ওই অভিযানে তাদের পুরো ভূমি উদ্ধার করতে পারবেন।
|