মুক্তকথা সংবাদকক্ষ।। “কেট ওয়াক” ইংরেজী শব্দ। সহজ সরল অনুবাদ বিড়ালের হাটা। কিন্তু দুঃখজনক হলেও কথাটি ব্যবহার হয় ‘ফেশন শো’র মহিলা মডেলদের হাটায়। অবশ্য দুঃখজনক বলা গেলেও ‘ফেশন শো’তে যোগদানকারী মহিলা মডেলদের বিষয়ে শব্দ দু’টি খুবই প্রযোজ্য। কারণ কোন ফ্যাশন শো’র সময় মডেলদের হাটতে হয় ঠিক বিড়ালের পায়ের সাথে পা লাগিয়ে হাটার ন্যায়। আর তেমনি “কেট ওয়াক”এর এক খোলা-মেলা প্রদর্শনী হয়ে গেল গত ৩১শে আগষ্ট লণ্ডনের ট্রাফালগার স্কোয়ারে।এই খোলা-মেলা প্রদর্শনীর আয়োজন করেছিলেন “দি রিয়েল ক্যাট ওয়াক” নামের একটি ছোট্ট সংস্থা। এটি ছিল এই শরতে অনুষ্ঠিতব্য একটি ফ্যাশন শো’ ও একটি বিজ্ঞাপনের মডেল বের করে নিয়ে আসার জন্য। খোলা-মেলা জায়গায় যিনি বিড়ালের পায়ে, নিঃসঙ্কোচে ক্যামেরার সামনে হাটতে পারবেন তারাই হবেন ফ্যাশন শো’র ক্যাট ওয়াকের কুশিলব। |