1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মনসুর, শহীদ ও শাহাবুদ্দীন ৩য় বারের মত এমপি হলেন - মুক্তকথা
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
এ সপ্তাহের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল আগুন লাগিয়ে লাউয়াছড়া সংরক্ষিত বনের কয়েক একর ভূমি পুড়িয়ে দেয়া হয়েছে অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্তির দাবী প্রবাসী সংবর্ধনা, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ এবং চলচ্চিত্র বিষয়ক কর্মশালা প্রয়াত পিতার দান করা জায়গায় প্রতিষ্ঠা করেছেন নিজস্ব থিয়েটার স্টুডিও ‘নাটমন্ডপ’ পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্তির দাবিতে মানববন্ধন ধর্ষণ করতে না পারায় পূর্ণিমাকে হত্যা করা হয় ধর্ষনে ব্যর্থ হয়ে ১০ বছরের বালিকাকে হত্যা দু’টি ইট ভাটায় অভিযান। ৫০ হাজার টাকা জরিমানা পতিতা ব্যবসার অভিযোগ। অতঃপর…

মনসুর, শহীদ ও শাহাবুদ্দীন ৩য় বারের মত এমপি হলেন

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
  • ৩৬৭ পড়া হয়েছে
এমপি মনসুর

তাদের সাথে নতুন এমপি হলেন নেছার আহমদ।

মুক্তকথা সংবাদকক্ষ।। মৌলভীবাজার থেকে সর্বশেষ মামুনুর রশীদ মহসিনের পাঠানো বেসরকারী ফলাফলে জানা গেছে, মৌলভীবাজার-১ নৌকা মার্কা প্রার্থী শাহাব উদ্দীন পেয়েছেন-১৪৪১২১ ভোট, ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন মিটু পেয়েছেন মোট ৬৮৫২৩ভোট। মৌলভীবাজার-২ আসনে ধানের শীষের প্রার্থী সুলতান মহাম্মদ মনসুর পেয়েছেন ৭৯৭৮২ ভোট, তার প্রতিদ্বন্দ্বী এম এম শাহীন নৌকা প্রতীকে পেয়েছেন-৭৭১৭০ভোট। মৌলভীবাজার-৩ সদর এলাকার এ আসনে নৌকামার্কা প্রার্থী নেছার আহমদ পেয়েছেন- ১৮৪৫৭৯ভোট তার প্রতিদ্বন্দ্বী এম নাসের রহমান ধানের শীষে পেয়েছেন- ১০৪৫৯২ ভোট, মৌলভীবাজার-৪ আব্দুস শহীদ নৌকা পেয়েছেন-২১৪৩০৩ভোট আর মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষে পেয়েছেন-৯৪৩৬৯ ভোট।

এমপি সুলতান মোহাম্মদ মনসুর। ভোট-৭৯৭৮২

এমপি শাহাবুদ্দীন। ভোট-১,৪৪,১২১

এমপি আব্দুস শহীদ। ভোট-২,১৪,৩০৩

মৌলভীবাজার জেলার ৪টি আসনে মোট কেন্দ্র ছিল আসন ১-৯৯+ আসন ২-৯৩+ আসন ৩-১৬৮+ আসন ৪-১৫২ মিলে মোট ৫১২টি কেন্দ্র। সবক’টি আসন থেকেই বেসরকারী ফলাফল জানা গেছে। ফলে বেসরকারী এই ফলাফলে নিশ্চিত এমপি হতে চলেছেন  মৌলভীবাজার-১ আসন অর্থাৎ বড়লেখা থেকে বর্তমান হুইপ শাহাবুদ্দীন আহমদ। মৌলভীবাজার-২ আসন অর্থাৎ কুলাউড়া থেকে প্রাক্তন আওয়ামীলীগ নেতা এক সময়ের ডাকসু ভিপি তুখোর রাজনীতিক সুলতান মোহাম্মদ মনসুর। মৌলভীবাজার সদর-৩ আসন থেকে নেছার আহমদ এবং মৌলভীবাজার-৪ আসন অর্থাৎ শ্রীমঙ্গল-কমলগঞ্জ থেকে বিশিষ্ট আওয়ামীলীগ নেতা উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
উল্লেখযোগ্য যে, মৌলভীবাজারের এ ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১২লাখ, ৯৭হাজার,০৬৮জন(১২,৯৭,০৬৮)।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT