আউয়াল কালাম বেগ।। জেলার রাজনগর উপজেলায় ‘মানব সেবা রাজনগর হোয়াটসআপ গ্রুপে’র উদ্যোগে ৭জানুয়ারী রবিবার সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে প্রবাসীদের সংবর্ধনা ও মেধাবী ছাত্র/ছাত্রীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্টিত হয়। এ অনুষ্টানে ‘মানব সেবা হোয়াটসআপ গ্রুপ’এর উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক। বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, প্রেস ক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস ছালাম, ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন বাবলু। মানব সেবা হোয়াটসআপ গ্রুপের রাজনগর প্রতিনিধি ফয়ছল আহমদের সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শরীফ খালেদ ছাইফুল্লাহ, বেলাল আহমদ,জাকারিয়া আহমদ ও প্রবাসী ছায়েদ আহমদ প্রমুখ। উক্ত সভায় ৪০ জন অসহায় মেধাবী ছাত্র ও কয়েকজন প্রবাসীকে সংর্বধনা দেয়া হয়।