1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
যশোর ও নড়াইল সহ সারা দেশে ভিন্ন ভিন্ন সময়ের সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ - মুক্তকথা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন

যশোর ও নড়াইল সহ সারা দেশে ভিন্ন ভিন্ন সময়ের সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৬১৭ পড়া হয়েছে

 


যশোর ও নড়াইল সহ সারা দেশে বিভিন্ন সময়ে সংগঠিত হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলা ও শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কয়েকটি সামাজিক সংগঠন।

গতকাল শুক্রবার, ২২ জুলাই, লন্ডন সন্ধ্যা সাড়ে ছয় টায় পূর্বলন্ডনের আলতাব আলী পার্কে একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখা, সম্পৃতি কনসার্ট ইউকে, বাউল শাহ আব্দুল করিম এ্যাডুকেশনাল এন্ড ক্যালচারাল সেন্টার ইউকে-এর সম্মিলিত আয়োজনে উক্ত প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাজ্য শাখা, শেখ মুজিব রিসার্স সেন্টার ইউকে। এছাড়াও ওম শান্তি এ্যাসোসিয়েশন, ইউনাইটেড হিন্দু ক্যালচারাল এ্যাসোসিয়েশন, শ্রী শ্রী লোকনাথ ভক্ত এ্যাসোসিয়েশন, ইউনাইটেড কিংডম হিন্দু ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ এ্যাসোসিয়েশন(এসবিএম), সনাতন এ্যাসোসিয়েশন(সিপিআরএমবি)সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ সমাবেশে অংশ নেন।


প্রবীণ রাজনীতিবিদ যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা দেওয়ান গৌস সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠি বাংলাদেশ থেকে হিন্দু নির্মুল করতে চায়, এরই ধারা বাহিকতায় ক্রমান্বয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়তই এসব হামলার ঘটনা ঘটেই চলেছে। বিচারহীনতা ও ধর্মীয় রাজনীতির সুযোগেই মৌলবাদী স্বাধীনতা বিরুধীরা এমন অপকর্ম অবিরত চালিয়ে যাচ্ছে। বক্তারা, পরিত্যক্ত সম্পত্তি আইন বাতিল, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, দেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় সংখ্যালঘু মন্ত্রণালয় ও আইন সংস্কারের দাবী জানান। কেউ কেউ ১৯৭২ সালে প্রণীত সংবিধানে ফিরে যাওয়ার দাবী ও তুলেন। যে কথাটি বার বার উচ্চারিত হয়েছে তা’হলো- এ জাতীয় হামলার বিচার পাঁচ সপ্তারের মধ্যে শেষ করার দাবী।
শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন- জনপ্রিয় সঙ্গীত শিল্পি জোবায়ের সোহেল। 


সমাবেশে বক্তব্য রাখেন- যুক্তরাজ্য জাসদের সভাপতি প্রবীণ সাংবাদিক এ্যাডভোকেট হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, সাংবাদিক মতিয়ার চৌধুরী, মানবাধিকার নেতা আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য যুবলীগ নেতা জামাল আহমদ খান, ঘাতক-দালাল নির্মুল কমিটির সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, কাউন্সিলার পুষ্পিতা গুপ্তা, সাংস্কৃতিক কর্মী ও মানবাধিকার নেতা এ্যাডভোকেট মুজিবুল হক মণি, সাহিত্যিক ময়নুর রহমান বাবুল, সাংবাদিক বুলবুল হাসান, সাংবাদিক সুশান্ত দাস, এম.এ. আজিজ, রফিকুল হাসান খান জিন্নাহ, নারী নেত্রী সৈয়দা নাজনিন সুলতানা শিখা, সাংস্কৃতিক কর্মি স্মৃতি আজাদ, সাবেক কাউন্সিলার আহবাব হোসেন, মুনিরা পারভিন, প্রশান্ত দাষ প্রমুখ।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT