মুক্তকথা সংবাদ॥ “অনামিকা ক্রুকারিজের” স্বত্ত্বাধিকারী লুৎফুল করিম লাভলু’র দাফন সম্পন্ন। আজ ৩১ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় শাহ মোস্তফা মাজার সংলগ্ন ঈদগা ময়দানে তাহার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে সাংসদ নেছার আহমদ, মেয়র ফজলুর রহমান, সাইফুর রহমান বাবুলসহ স্থানীয় সুপরিচিত গণ্যমান্যজন উপস্থিত ছিলেন। জানাজা শেষে লুৎফুল করিম লাভলুকে শাহ মোস্তফা মাজার-এর পাশের কবরস্থানে দাফন করা হয়। বলা প্রয়োজন যে গত ৩০ ডিসেম্বর বেলা ১২’৩০ ঘটিকায় স্থানীয় লাইফ লাইন চিকিৎসালয়ে তিনি মৃত্যু বরণ করেন(ইন্নালিল্লাহি…রাজিউন)।
প্রয়াত লুৎফুল করিম লাভলু, মৌলভীবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ’এর সভাপতি ছিলেন। শহরের পুরোনো ব্যবসা প্রতিষ্ঠান “অনামিকা ক্রুকারিজের” তিনি স্বত্ত্বাধিকারী ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে প্রয়াত লুৎফুল করিম লাভলু জাসদ সমর্থিত ছাত্রলীগের নিষ্ঠাবান নেতৃস্থানীয় কর্মী ছিলেন।
উল্লেখ্য, লুৎফুল করিম লাভলু গতকাল ৩০ ডিসেম্বর আওয়ামীলীগের ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। লাভলু সে শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। শোভাযাত্রা শেষে বাসায় এসে তিনি অসুস্থ বোধ করেন। সাথে সাথে তাকে স্থানীয় লাইফ লাইন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা দেয়।
|