মুক্তকথা সংবাদকক্ষ।। গত শুক্রবার সন্ধ্যা ৪.২৯মিনিটে লণ্ডন এম্বুলেন্স সার্ভিসকে ‘ওয়েম্বলি সেন্ট্রাল রেলওয়ে ষ্টেশন’এ ডাকা হয় একজন মানুষের সহায়তায়। প্রায় ওই একই সময়ে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশকেও ডাকা হয়। আসে এয়ার এ্যাম্বুলেন্স ও। কারণ ছিল একজন মানুষ জখম হয়েছেন ‘ওয়েম্বলি সেন্ট্রাল রেলওয়ে ষ্টেশনে’। একই কারণে লণ্ডনের প্রধান যোগাযোগ ‘হাব’গুলোর একটি ইউষ্টন রেলওয়ে ষ্টেশনে শত-শতাধিক যাত্রী আটকা পড়ে যান।
ঘটনাটি ঘটে যাত্রীদের খুব ঘন যাতায়াতের সময়টাতে। লণ্ডনের ওই মূল ষ্টেশন থেকে এসময় সকল যোগাযোগ বাতিল করে দেয়া হয়। পশ্চিম উপকূলের মূল লাইন বন্ধ করে দেয়া হয় যখন পুলিশ অনধিকার যাতায়াতকারীদের বিষয়ে ঘাটাচ্ছিল। ট্রেনেকরে আসা-যাওয়া যাত্রীদের এসময় অন্ধকারে পড়ে যেতে হয় কারণ ট্রেনের সকল বাতি নিভিয়ে দেয়া হয়।
লণ্ডন এ্যাম্বুলেন্সের একজন মুখপাত্র সংবাদপত্র ‘গার্ডিয়ান’কে জানান যে এসময় তারা ঘটনাস্থলে একজন মানুষকে শুশ্রুষা করছিলেন এবং পরে তাকে সড়কপথে হাসপাতালে পাঠানো হয়। বেশ কয়েক ঘন্টা পর লাইন আবার চালু হয়। সূত্র: গার্ডিয়ান