1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শাহরুখ খানের শত কথা - মুক্তকথা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

শাহরুখ খানের শত কথা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৫৯ পড়া হয়েছে

শাহরুখের শত কথাঃ-

    • ‘আমি শ্রেষ্ট অভিনেতা’ একথায় আমি নিজে যদি আস্তা রাখতে না পারি তা’হলে অন্যরা বিশ্বাস করবে কেনো?
    • বিবিসি, গুগল ও টাইমস পত্রিকার মতে বিশ্বে সেরা অভিনেতা হলেন শাহ্ রুখ খান। তার বিকল্প কোন অভিনয় শিল্পী নেই।
    • আবার ১৯৯৩সালে শাহরুখ নিজে বলেছিলেন- “আমি মাইকেল জেকসনের চেয়েও বড় শিল্পী হতে চাই।”
    • হতাশ, হার মানা, নিরাশ এগুলো ঈশ্বরের কথা আমাদের সঠিক রাস্তা দেখিয়ে দেয়ার জন্য।
    • মানুষের মন হলো বীচি আর হৃদয় হলো মাটি। হৃদয় খোলা না থাকলে বীচিতে চারা গজায় না।
    • আমাকে পছন্দ করলে হাত তুলুন। পছন্দ না করলে তোমার জীবনমান ও গুণ বাড়াতে হবে।
    • ধনী হওয়ার আগে দার্শনিক হয়ো না।
    • আমি বিশ্বাস করি, আমার কাজ হলো, আমার কাজ দেখার পর মানুষ যেনো একটু হাসতে পারে।

একটি দূর্লভ ছবি। মুম্বাইয়ের পুরো খান পরিবার। ২০১৮ সালের গত বকরা ঈদে পুরো পরিবার এ ছবি তুলেছিলেন। এসেছিলেন তাদের ভক্তদের সামনে। আর যায় কই! হাজার হাজার দর্শনার্থী দূর্লভ এ ছবিখানা তোলার জন্য ক্যামেরা নিয়ে হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়েন। ছবিতে যাকে চিনাতে হবেনা তিনি দুনিয়াজোড়া খ্যাতিমান শিল্পী শাহরুক খান, একেবারে বামে রয়েছেন তার কন্যা সুহানা খান, লাল কাপড়ে তার আদরের বোন শেহনাজ খান, স্ত্রী গৌরী খান ও একেবারে ডানে বড় ছেলে আরিয়ান খান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT