1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জাসদ নেতা সৈয়দ এলাহী হক শেলু - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় জাতীয় সংগীত চলাকালে হামলার প্রতিবাদে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ পরিকল্পিতভাবে বাংলাদেশে ঠেলে দেয়ার বিষয়ে ব্যবস্থা নিতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে আইনজীবী সুজন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। তিয়ানশী’র উদ্যোক্তা সমাবেশ নিবিড় পরিচর্যায় অধ্যাপক আজিজ। স্বয়ং গ্রামবাসীগন রাস্তা মেরামত করলেন নারী মাদক ব্যবসায়ী আটক ফ্রিল্যান্সিং সেমিনার ও প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ তেলবাহী রেল লাইনচ্যুত, দায়ী চালকের অসাবধানতা বিএনপি নেতার উপর হামলায় বিক্ষোভ এবং জালালাবাদ প্রদেশ বাস্তবায়নে মানববন্ধন  নবীগঞ্জের বিশিষ্ট সমাজসেবী শাহ আশ্রব আলী আর নেই ভারত থেকে ৫৯জনের বাংলাদেশে প্রবেশ। জমির বিরোধে শিশুকে নির্যাতন।

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জাসদ নেতা সৈয়দ এলাহী হক শেলু

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪৫১ পড়া হয়েছে

অজানা অনন্ত যাত্রায় শরিক হলেন জাসদ রাজনীতির পরিক্ষিত নেতা এলাহিত হক শেলু। আমরা তার অন্তিম শয্যায় একটি ফুল দিয়ে আমাদের আন্তরিক শোক প্রকাশ করছি।

মৌলবীবাজার জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের অন্যতম নেতা সৈয়দ এলাহী হক শেলু আর নেই(ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজেঊন)। দীর্ঘ দিন চিকিৎসাধীণ থাকার পর আজ শনিবার, ১সেপ্টেম্বর, ২০২২ইং বার্মিংহামে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মরণব্যাধি কর্কটরোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫বছর।

অসুস্থ নেতার শয্যাপার্শ্বে চিরপরিচিতজনেরা। ছবি: মুক্তকথা

দুই পুত্র-কন্যার জনক সৈয়দ শেলু ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ ও পরে জাতীয় সমাজতান্ত্রিক দলের রাজনীতিতে যোগ দিয়ে আমৃত্যু প্রত্যক্ষ সক্রিয় ভূমিকা পালন করেন। প্রবাসে এই যুক্তরাজ্যে এসেও দেশীয় বাম ধারার জাসদ রাজনীতির পথে আমৃত্যু সক্রিয়ভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুর সাথে সাথে লণ্ডনের বার্মিংহাম ও বাংলাদেশে মৌলবীবাজারের রাজনৈতিক অঙ্গনে শোক ও দুঃখের ছায়া নেমে আসে।

তাঁর এই চলে যাওয়ার ক্ষত যেমন উপশমের নয় তেমনি এ ক্ষতিও পূরণ হবার নয় উল্লেখ করে বার্মিংহামের সিপিবি নেতা কমরেড মসুদ আহমদ, লণ্ডনের জাসদ নেতা- কয়ছর আহমদ, সোহেল চৌধুরী, মৌলবীবাজার জেলা জাসদ সভাপতি আব্দুল হক ও জেলা সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নজরুল, বাংলাদেশ জাসদের সভাপতি আসম সালেহ সোহেল ও সাধারণ সম্পাদক হোসেন আহমদ রাজা, লণ্ডনের নারী নেত্রী সৈয়দা নাজনিন সুলতানা শিখা, বিএনপি নেতা তপন চৌধুরী ও আওয়ামীলীগ নেতা- মর্তুজা আহমদ, মোস্তাফা রহমান বাবলু- (মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউ’কের) পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

সৈয়দ এলাহি হক শেলুর এ মহা প্রয়াণে আমরাও মুক্তকথা সংবাদপত্র পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক বিহ্বল পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপণ করছি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT