দুই পুত্র-কন্যার জনক সৈয়দ শেলু ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ ও পরে জাতীয় সমাজতান্ত্রিক দলের রাজনীতিতে যোগ দিয়ে আমৃত্যু প্রত্যক্ষ সক্রিয় ভূমিকা পালন করেন। প্রবাসে এই যুক্তরাজ্যে এসেও দেশীয় বাম ধারার জাসদ রাজনীতির পথে আমৃত্যু সক্রিয়ভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুর সাথে সাথে লণ্ডনের বার্মিংহাম ও বাংলাদেশে মৌলবীবাজারের রাজনৈতিক অঙ্গনে শোক ও দুঃখের ছায়া নেমে আসে।
তাঁর এই চলে যাওয়ার ক্ষত যেমন উপশমের নয় তেমনি এ ক্ষতিও পূরণ হবার নয় উল্লেখ করে বার্মিংহামের সিপিবি নেতা কমরেড মসুদ আহমদ, লণ্ডনের জাসদ নেতা- কয়ছর আহমদ, সোহেল চৌধুরী, মৌলবীবাজার জেলা জাসদ সভাপতি আব্দুল হক ও জেলা সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নজরুল, বাংলাদেশ জাসদের সভাপতি আসম সালেহ সোহেল ও সাধারণ সম্পাদক হোসেন আহমদ রাজা, লণ্ডনের নারী নেত্রী সৈয়দা নাজনিন সুলতানা শিখা, বিএনপি নেতা তপন চৌধুরী ও আওয়ামীলীগ নেতা- মর্তুজা আহমদ, মোস্তাফা রহমান বাবলু- (মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউ’কের) পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
সৈয়দ এলাহি হক শেলুর এ মহা প্রয়াণে আমরাও মুক্তকথা সংবাদপত্র পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক বিহ্বল পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপণ করছি।
|