1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শ্রীমঙ্গলের হালচাল - মুক্তকথা
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

শ্রীমঙ্গলের হালচাল

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৮৫ পড়া হয়েছে

জগদ্বন্ধু আশ্রমের উদ্বোধন,

লক্ষাধিক পূণ্যার্থীর আগমন

 

শ্রীমঙ্গলে নবনির্মিত শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশন-এর শুভ দ্বারোদঘাটন ও শ্রীশ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে নগর সংকীর্তন এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার(১ মার্চ) রাত সাড়ে ৮ টায় উপজেলার উত্তর উত্তসুর শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম,মিশন ও বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি।

এ সময় শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশন এর প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রহ্মচারী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়াম্যান ও আশ্রমের প্রধান উপদেষ্টা ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মো.আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার শ্রী সুর্দশন কুমার রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড.হরিপদ রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার বেভূল, কৃষি মন্ত্রীর জ্যেষ্ঠ কন্যা ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে ফারজানা প্রমুখ।

এর আগে ওই দিন সকালে প্রায় ২০ হাজার পূণার্থীদের নিয়ে বিশাল সংকীর্তন ও শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হয় ধর্মসভা। আলোচ্য বিষয় ছিল ‘মানবধর্ম ও অস্পৃশ্যতা দূরীকরণে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের অবদান।’ চারদিনব্যাপী মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা ছাড়াও পাশ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন পর্যায়ের প্রায় লক্ষাধিক হিন্দু ধর্মাবলম্বী ও জগদ্ববন্ধুর ভক্তবৃৃন্দরা অনুষ্ঠানে যোগ দেন।

এ অনুষ্ঠান গত ২৮ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এই উদ্বোধনী মহোৎসব চলেছে ২ মার্চ শনিবার পর্যন্ত। উল্লেখ্য প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ওই এলাকায় শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশন নির্মাণ করা হয়।

 

 

আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

স্বাস্থ্য সেবার প্রত্যয় নিয়ে শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে আইডিয়াল ডায়াগনস্টিক এন্ড কন্সালটেশন সেন্টার।

 

 

মঙ্গলবার(৫ মার্চ) দুপুর ২টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে ইসলাম ব্রাদার্স মার্কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, বিএমএ শ্রীমঙ্গল শাখার সভাপতি ডা. হরিপদ রায়, ইসলাম ব্রাদার্স মার্কেটের সত্ত্বাধিকারী আলহাজ্ব শামসুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, ক্যাব শ্রীমঙ্গল শাখার সভাপতি মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সাংবাদিক নান্টু রায়, হৃদয় শুভ, আব্দুস শুকুর, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. ওমর ফারুক নোমান, আদিত্য দেবনাথ ও মো. জাকির হোসেন প্রমূখ।

 

ছিনতাইকৃত টাকাসহ

৪ আন্তঃজেলা ছিনতাইকারী গ্রেফতার শ্রীমঙ্গলে

 

মৌলভীবাজার জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ছিনতাইকারী দলের ০৪ (চার) সক্রিয় সদস্য গ্রেফতার ও ছিনতাই হওয়া টাকাসহ ছিনতাই কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোওয়ার আলমের নেতৃত্বে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল গত ২৬ ফেব্রুয়ারি সিলেট শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে একাধিক ছিনতাই ও ডাকাতি মামলার আসামিদের গ্রেফতার করা হয়।

গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, বিপিএম, পিপিএম(বার) এর দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারওয়ার আলমের নেতৃত্বে এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক(অপারেশন) তাপস চন্দ্র রায় ও সঙ্গীয় অফিসার জেলা পুলিশের বিশেষ ফোর্স এবং শ্রীমঙ্গলের পুলিশ ফোর্স সিলেট জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানে আন্তঃজেলা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য বেলাল আহমেদ ওরফে জাকির প্রকাশ জাকারিয়া মোল্লা(৩৫), পিতা-মৃত আব্দুলি জলিল, সাং-চন্দন বাগ (রানাপিং), থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, কামাল মিয়া(৪৪), পিতা-লাল মিয়া, সাং-মুক্তিরচক, থানা-শাহপারান (রহ:), জেলা-এসএমপি সিলেট, মোঃ হোসেন আহমদ ওরফে তৌফিক(৩১), পিতা-মৃত নিজাম উদ্দিন, সাং-নাগের কোনা, থানা-উসমানীনগর, জেলা-সিলেট, বর্তমান সাং-মেন্দিবাগ নোয়াগাঁও, থানা-শাহপরান (রহ:), জেলা-এসএমপি সিলেট, মোঃ বাবুল আহমদ(৩২), পিতা-মৃত আব্দুল মতলিব, সাং-হেতিমগঞ্জ (উত্তর মাঝবাগ), থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে । এক্ষেত্রে তারা মূলত ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী নারী ও বয়স্কদের টার্গেট করতো এবং উপযুক্ত স্থানে মোটরসাইকেল দিয়ে সিএনজি আটকে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে এবং অস্ত্র দিয়ে আঘাত করে টাকা নিয়ে পালিয়ে যেত।

পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা গত ০৬/১২/২০২৩ইং তারিখ বেলা আনুমানিক ১২.৩০ ঘটিকা শ্রীমঙ্গল থানাধীন ৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত উত্তরসুর সাকিনে বিসিক শিল্প নগরীর সামনে শ্রীমঙ্গল টু হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর একটি সিএনজি গাড়ির গতিরোধ করিয়া নগদ ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও ২টি মোবাইল এবং গত ১১/০২/২০২৪ইং তারিখ বেলা আনুমানিক ১২.০০ ঘটিকা শ্রীমঙ্গল থানাধীন ৬নং আশিদ্রোন ইউপির অন্তর্গত রামনগর সাকিনে শ্রীমঙ্গল টু সিন্দুরখান গামী পাকা রাস্তার উপর একটি সিএনজি গাড়ির গতিরোধ করিয়া নগদ ৪,৪৮,৪৩৬/-(চার লক্ষ আটচল্লিশ হাজার চারশত ছয়ত্রিশ) টাকা ও ১টি বাটন মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়।

মামলায় বর্ণিত ঘটনাস্থলের আশপাশের এলাকা ও ব্যাংকের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদের পরিচয় ও অবস্থান সনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়। আসামীদের নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ছিনতাই হওয়া নগদ ২৪,৭১০(চব্বিশ হাজার সাতশত দশ) টাকাসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT