লন্ডন: বৃহস্পতিবার, ১৯শে মাঘ ১৪২৩।। ব্রিটিশ পার্লামেন্ট অবশেষে ব্রেক্সিটকেই সমর্থন জানাল। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ব্রিটেনের পক্ষে চূড়ান্ত করতে পার্লামেন্টে যে প্রস্তাব আনা হয়েছিল, বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সে প্রস্তাব পাশ হয়েছে। শাসক দল কনজারভেটিভ (টোরি) পার্টি এবং প্রধান বিরোধী দল লেবার পার্টির মোট ৪৯৮ জন এমপি ব্রেক্সিটকে সমর্থন করেছেন। প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে ১১৪টি। তবে টোরি এবং লেবার, দু’দলই ঘোর মতানৈক্যের সম্মুখীন হয়েছে। দুই দলেরই বেশ কিছু এমপি হুইপ অগ্রাহ্য করে ব্রেক্সিটের বিরুদ্ধে ভোট দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম এ ধরনেরই খবর প্রকাশ করেছে। পরে আসছে বিস্তারিত খবর।