মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত আসিদ মিয়া নামের একজনকে মৃত্যুদন্ড প্রদান করেছেন। বুধবার দূপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম মদরিছ মিয়া হত্যা মামলায় এক জনাকীর্ণ পরিবেশে এ রায় দেন।
আদালত সূত্র জানায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৫ সালে মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার কাঁটাবিল গ্রামে মদরিছ মিয়াকে তীর ছুঁড়ে হত্যা করে ওই গ্রামের মৃত ছাদির মিয়া পুত্র আসিদ মিয়া। এ ব্যপারে মদরিছ মিয়ার ছেলে ইদ্রিছ আলী বাদী হয়ে কমলগঞ্জ থানায় ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং জিআর ১০৭/০৫। দায়রা জজ আদালত ১৪৮/০৭ মামলায় দীর্ঘ শুনানী শেষে বুধবার দুপুরে এ রায় দেন। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসিদ মিয়াসহ অন্যান্য আসামীরা হলেন মোঃ কাসিম মিয়া, হারিছ মিয়া, ইসমাইল মিয়া, মোঃ বাছিত মিয়া, আনছার মিয়া, ফজর মিয়া ও মামলা চলাকালীন সময়ে মরে যাওয়া জহুরা বিবি। মামলায় ওই সাত জনের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমানিত না হওয়ায় বিজ্ঞ আদালত বেখসুর খালাস প্রদান করেন তাদের। মামলাটির বিচার সম্পন্ন করতে একযুগ সময় নিতে হয়েছে।