1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হযরত সৈয়দ শাহ মোস্তফা রঃ এর ৬৮০ তম উরুস হচ্ছেনা - মুক্তকথা
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন

হযরত সৈয়দ শাহ মোস্তফা রঃ এর ৬৮০ তম উরুস হচ্ছেনা

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৫৯০ পড়া হয়েছে

জাকির হোসেন॥ করোনা সংক্রমণ প্রতিরোধে ও জনসচেতনতার লক্ষ্যে মৌলভীবাজারে হজরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী(রহ.)এর ৬৮০তম ওরস মোবারক উপলক্ষে প্রতি বছরের মতো এবার দরগাহ প্রাঙ্গণে আর মেলা হচ্ছে না। দোকান পাট বসার কোন অনুমতি দেয়া হবেনা।
হযরত সৈয়দ শাহমোস্তফা(রঃ)এর উরুস কর্তৃপক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয় যে, দেশ জুড়ে মহামারি করোনার ভয়ংকর অবস্থার কথা বিবেচনা করে প্রতি বছরের মতো এবারও স্বাস্থবিধি মেনে দুরত্ব বজায় রেখে মিলাদ মাহফিল, গরু জবেহ, গিলাফ চড়ানো, জিগির আজকার ও শিরনী বিতরণ করা হবে।
হযরত শাহজালাল(রঃ) এর অন্যতম সফর সঙ্গী হযরত সৈয়দ শাহ্ মোস্তফা(রঃ) শের সওয়ার চাবুক মার মৌলভীবাজার এলাকায় ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। ১৪ জানুয়ারী আছরের নামাজের পর থেকে মিলাদ মহফিল ও গরু জবেহের মাধ্যমে উরুসের আনুষ্ঠানিকতা শুরু হবে। ওই দিনই এশার নামাজের পর জিকির আজকারও হবে। পরদিন গিলাফ চড়ানো এবং জোহরের নামাজের পর মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করা হবে। এরপর এশার নামাজের পর আখেরী মোনাজাতের মাধ্যমে হযরত সৈয়দ শাহমোস্তফা রঃ এর ৬৮০তম উরুস-এর সমাপ্তি হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT