তৃতীয় লিঙ্গের নাগরিকদেরকে রাষ্ট্র নাগরিক অধিকার দিয়েছেন । বৃহষ্পতিবার অপরাহ্ন থেকে বিকাল পর্যন্ত বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)র মৌলভীবাজার জেলা কার্য্যালয়ের আয়োজনে এবং মৌলভীবাজার সিভিল সার্জন অফিস এর সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মিলনায়তন কক্ষে হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্রময় জনগোষ্ঠীর এইচআইভি সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ “আবেদা বেগম” এর সভাপতিত্বে ও বন্ধু মৌলভীবাজার সদর সাব ডিআইসি ইনচার্জ “মোঃ আল আমিন ভূঁইয়া”এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মূল্যবান মতামত ও নির্দেশনা প্রদান করেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. “চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ”, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক “রাশেদুজ্জামান চৌধুরী”। এছাড়াও সভায় মতামত ব্যক্ত করেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. “মোঃ রবিউছসানি” এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা “সুমন দেবনাথ”। বন্ধু’র প্রোগ্রাম স্পেশালিস্ট “আল ইমরান” পাওয়ার প্রজেক্টরের মাধ্যমে হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্রময় জনগোষ্ঠীর এইচআইভি সংক্রমণ প্রতিরোধে বন্ধু এবং আইসিডিডিআর,বি এর বিভিন্ন কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন। মৌলভীবাজার সদর সাব ডিআইসি ইনচার্জ “মোঃ আল আমিন ভূঁইয়া” সাব ডিআইসি হতে প্রদত্ত বিভিন্ন সেবা ও কার্যক্রম সভায় তুলে ধরেন। আলোচনা সভায় উপস্থিত সকলে এইচআইভি সংক্রমণ প্রতিরোধে বন্ধু ও আইসিডিডিআর,বি এর কার্যক্রমের প্রশংসা করেন। হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্রময় জনগোষ্ঠীর এইচআইভি সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠির লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে জানান। মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিনিধিগণ, সাংবাদিক, হিজড়া প্রতিনিধিসহ আরো অনেকে।