1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
১২০ টাকা মজুরির স্বাক্ষরিত চুক্তি প্রত্যাখান করেছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

১২০ টাকা মজুরির স্বাক্ষরিত চুক্তি প্রত্যাখান করেছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৫৫৬ পড়া হয়েছে
চা শ্রমিকদের মজুরি ১২০ টাকা নির্ধারণ করে স্বাক্ষরিত চুক্তি, প্রত্যাখান করেছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন

রাজনৈতিক প্রতিনিধি।। চা শ্রমিকদের মজুরি ১২০ টাকা নির্ধারণ করে স্বাক্ষরিত চুক্তি প্রত্যাখান ও মানদন্ডের ভিত্তিতে ন্যায্য মজুরি নির্ধারণের দাবিতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় চা-শ্রমিক নেতৃবৃন্দ।
চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা নির্ধারণ করে বাংলাদেশি চা সংসদ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এম.ও.ইউ) প্রত্যাখান করেছেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহবায়ক সত্য নাইডু ও সাধারণ সম্পাদক দীপাঙ্কর ঘোষ। বাংলাদেশি চা সংসদের সাথে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মাত্র ১২০ টাকা মজুরি নির্ধারণ চা শ্রমিকদের সাথে দ্বিতীয়বারের মত বিশ্বাসঘাতকতা আখ্যায়িত করে এ চুক্তি চা-শ্রমিকদের অধিকারের পিঠে ছুড়িকাঘাত বলে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, নিম্নতম মজুরি বোর্ডে মজুরি নির্ধারণের ক্ষেত্রে অন্যান্য শিল্প শ্রমিকের মজুরির সাথে তুলনামূলক আলোচনা, দৈনিক জীবনযাপন ব্যয়, মুদ্রাস্ফীতী প্রভৃতি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট মানদন্ডের ভিত্তিতে ন্যূনতম মজুরি নির্ধারণের প্রশ্ন থেকে চা বাগান মালিকদের রক্ষা করতে চা শ্রমিক ইউনিয়নের সুবিধাবাদি নেতৃত্ব ১২০ টাকা মজুরির এই চুক্তি স্বাক্ষর করেছে।

সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য প্রেরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চা-শ্রমিক ইউনিয়ন কখনোই দ্বি-পাক্ষিক চুক্তিতে চা শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারেনি। এই প্রেক্ষিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ২০০৬ সাল থেকে চা শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠনের দাবিতে আন্দোলন শুরু করেছিল। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবির প্রেক্ষিতে ২০০৯ সালে চা শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠিত হয়েছিল। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (অদ্যবধি সংশোধিত) এর ১৩৯ (৬) ধারা অনুসারে প্রতি পাঁচ বছর পর পর সরকার গঠিত জাতীয় নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক জীবনযাত্রার ব্যয়- মূদ্রাস্ফীতি- জীবন মান বিবেচনায় শ্রমিকদের নিম্নতম মজুরি পুণঃনির্ধারণ করার বিধান থাকলেও বিগত ১১ বছর চা শ্রমিকদের মজুরি নির্ধারণে কোন মজুরি বোর্ড গঠন করা হয়নি। আর দ্বিপাক্ষিক দরকষাকষিতে নিজেদের অদক্ষতা স্বত্ত্বেও কোন অদৃশ্য কারনে চা শ্রমিক ইউনিয়নের সুবিধাবাদি নেতৃত্ব নিম্নতম মজুরি বোর্ড গঠন করে মজুরি নির্ধারণের দাবি তোলেনি। এই অবস্থায় বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সাধারণ চা শ্রমিকদের সংগঠিত করে মজুরি বোর্ড গঠন করা ও দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা ঘোষণা করার দাবিতে ধারাবাহিক কর্মসূচী পালন করেছে। চা শ্রমিক ফেডারেশন ও চা শ্রমিক-ছাত্র-যুব মঞ্চের দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে প্রায় ১১ বছর পর চা শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

কিন্তু চা শ্রমিক ইউনিয়ন, সাধারণ চা শ্রমিক ও তৃণমূল পর্যায়ের নেতৃত্বকে যুক্ত করে মজুরি বোর্ডে মালিক পক্ষের উপর চাপ তৈরীর মাধ্যমে ন্যায্য মজুরি আদায়ের চেষ্টা না করে মজুরি বোর্ডের কার্যক্রম চলা অবস্থায় বাংলাদেশি চা সংসদের সাথে মাত্র ১২০ টাকা মজুরি নির্ধারণ করে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আর একবার চা শ্রমিকদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের অধিকারের পিঠে ছুড়িকাঘাত করল।
নেতৃবৃন্দ, সুবিধাবাদি নেতৃত্বের শিখড় উপরে ফেলতে চা শ্রমিকদের বাগান ভিত্তিক আদর্শিক নেতৃত্ব ও সংগঠন গড়ে তুলার আহবান জানিয়ে বলেন, মজুরি বোর্ড কে এই দ্বি-পাক্ষিক চুক্তি বিবেচনায় নিয়ে নয়, নাগরিক জীবন যাত্রার মানদন্ডের বিবেচনায় চা শ্রমিকদের ন্যূণতম মজুরি ঘোষণা করতে হবে। অন্যথায় বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ন্যায্য মজুরির দাবি আদায়ে জোরালো আন্দোলন গড়ে তুলতে সচেষ্ট থাকবে। বার্তা প্রেরক: প্রেসবিজ্ঞপ্তি- বিপ্লব মাদ্রাজি পাশী

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT