ফুকাং উল্কাপিণ্ড; ২০০০ সালে এটি চীনের ফুকাং অঞ্চলে আবিষ্কৃত হয়। আনুমানিক ৪৫০ কোটি বছরের পুরনো এই উল্কাপিণ্ড প্রায় পৃথিবীর সমবয়সী। এটি কোনো সাধারণ পাথর নয়, বরং একে বলা যায় একটি জ্যোতির্বৈজ্ঞানিক টাইম-ক্যাপসুল, যেটি আমাদের সৌরজগতের শুরুর দিককার গল্প ফেরি করে চলেছে। শত কোটি বছর ধরে মহাকাশে ঘুরতে ঘুরতে অবশেষে এটি এসে পড়ে আমাদের এই পৃথিবীতে।
উইকিপিডিয়া লিখেছে- “The mineral olivine is a magnesiumiron silicate with the chemical formula (Mg,Fe)2SiO4. It is a type of nesosilicate or orthosilicate. The primary component of the Earth’s upper mantle, it is a common mineral in Earth’s subsurface, but weathers quickly on the surface. Olivine has many uses, such as the gemstone peridot (or chrysolite), as well as industrial applications like metalworkingprocesses.”
![]() খণিজ অলিভ জেম’এর নমুনা। (ছবি: উইকিপিডিয়া থেকে) |
ফুকাং উল্কাপিণ্ডের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো- এর ভেতরেই লুকিয়ে আছে স্বচ্ছ সোনালি রঙের অলিভিন ক্রিস্টাল, যাকে আমরা পেরিডট রত্ন নামেও জানি। এই রত্নগুলো যেন আগুনে পোড়া কাচের মতো; চকমকে, উজ্জ্বল, একদম অতিপ্রাকৃতিক।