1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিচারক সৈয়দ মাহমুদ হোসেন প্রধান বিচারপতির পদে নিয়োগ পেয়েছেন - মুক্তকথা
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

বিচারক সৈয়দ মাহমুদ হোসেন প্রধান বিচারপতির পদে নিয়োগ পেয়েছেন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩৫১ পড়া হয়েছে

প্রধান বিচারপতি পদে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারক সৈয়দ মাহমুদ হোসেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার দুপুরে তার নিয়োগ আদেশে স্বাক্ষর করেন বলে জানিয়েছেন বঙ্গভবনের একজন মুখপাত্র মো. জয়নাল আবেদীনের নামে দৈনিকশরিয়তপুর.কম এ সংবাদ প্রকাশ করেছে।
অনলাইনটি লিখেছে, শনিবার সন্ধ্যা ৭টায় নতুন প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। গত নভেম্বরে বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করার পর থেকে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মো. আবদুল ওয়াহহাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন। বিধি অনুসারে ৩১ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার মেয়াদ শেষ হয়। বিচারপতি ওয়াহহাব মিঞার দুই বছর পর ২০০১ সালের শুরুতে হাইকোর্ট বিভাগে বিচারকের দায়িত্ব শুরু করেন সৈয়দ মাহমুদ হোসেন।
২০০৩ সালে হাইকোর্টের স্থায়ী বিচারক হওয়া সৈয়দ মাহমুদ হোসেন ২০১১ সালে আপিল বিভাগের বিচারক পদে উন্নীত হন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর অবসরে যাবেন তিনি।
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করা বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিএসসি ডিগ্রি নেওয়ার পর এলএলবি ডিগ্রি নিয়ে ১৯৮১ সালে আইন পেশায় যুক্ত হন। নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৬ সদস্যের যে সার্চ কমিটি গঠন করেছিলেন তার প্রধান ছিলেন তিনি। ১৯৯৯ সালে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন সদ্য প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া সৈয়দ মাহমুদ হোসেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT