না। আর তিন তালাকে সম্পর্ক ছিন্ন করা যাবে না। ঝেড়ে ফেলা যাবে না দায়িত্ব। ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের এই পিটিশনে ইতিমধ্যেই সই করেছেন ৫০,০০০ মুসলিম ধর্মাবলম্বী মানুষ। এর মধ্যে মহিলারা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন পুরুষরাও। দেশের মোট ৯২ শতাংশ মুসলিম মহিলা আন্দোলনকে সমর্থন করেছেন। ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা জাকিয়া সোমান জানান, গুজরাত, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, তেলঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, কেরল ও উত্তরপ্রদেশে চলছে পিটিশনে সই গ্রহণ।
শুধু মুখে নয়, ইমেল, ফোন এমনকী, টেক্সট মেসেজের মাধ্যমেও ক্রমাগত বেড়ে চলেছে তিন তালাক দিয়ে সম্পর্ক শেষ করার প্রক্রিয়া। সেই সঙ্গেই প্রচলিত রয়েছে নিকাহ হলাল প্রক্রিয়াও। এই পদ্ধতি অনুযায়ী তালাকের পর দ্বিতীয় বার স্বামীকে বিয়ে করার আগে মহিলাদের অন্য কোনও পুরুষকে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে হয়। এই দুই প্রথার বিরুদ্ধেই ৯০ দিন আগে পিটিশন জারি করে ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন।(আনন্দবাজার থেকে)