জাসদ নেতা হারুনূর রশীদের ৪র্থ কন্যা শামিমা রশীদের স্নাতক ডিগ্রী লাভ
বিশেষ সংবাদদাতা
-
প্রকাশকাল :
রবিবার, ২৪ জুলাই, ২০২২
-
৭৩২
পড়া হয়েছে
জাসদ নেতা হারুনূর রশীদের ৪র্থ কন্যা শামিমা রশীদ লণ্ডনের ওয়েষ্টমিনস্টার বিশ্ববিদ্যালয় থেকে এ বছর ‘আপার সেকেণ্ডক্লাস’ এ স্নাতক সনদ লাভ করেছে। শামিমা সার্বক্ষণিক শিক্ষক হিসেবে ‘আলেক রীড একাডেমী’তে কাজে যোগ দিয়েছেন এবং একই সাথে “টিচ ফার্স্ট” মেধাবৃত্তি লাভ করতে সক্ষম হয়েছেন। এ বৃত্তির মাধ্যমে সে তার পিজিসিই সনদপ্রাপ্তির লেখা-পড়া সম্পন্ন করবে।
হারুনূর রশীদ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের একাটুনা গ্রামের মানুষ।
|
|
নিউজটি শেয়ার করতে বাটনের উপর ক্লিক করুন
এ জাতীয় সংবাদ