1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লন্ডন, অন্ধকারে একঘন্টা - মুক্তকথা
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন

লন্ডন, অন্ধকারে একঘন্টা

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ৪৮৭ পড়া হয়েছে

অন্ধকারে নিমজ্জিত লন্ডনের “ওল্ড কম্পটন ষ্ট্রীট”

মুক্তকথা: লন্ডন, শনিবার ১০ই অগ্রহায়ণ ১৪২৩।। গত কাল শুক্রবার রাতের প্রথম দিকে লন্ডনের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ‘সহো’ আর ‘পিকাডেলি সার্কাস’ এ হঠাৎ করে বিদ্যুৎ বিপর্যয়ের ফলে অন্ধকার ভূতুরে এক নগরীতে পরিণত হয়। বিভিন্ন ব্যস্ততম ব্যবসাগুলোর ঠিক ব্যবসা শুরুর সময়টাতেই ঘটে এই বিপর্যয়।  পিকাডেলি সার্কাসের বিশ্বখ্যাত ‘বিজ্ঞাপন বোর্ড’ এর সকল বাতি নিবে গিয়ে সারা এলাকাকে গভীর অন্ধকারে ঢেকে দেয়। অসংখ্য লোক ফেইচবুক আর টুইটার সহ বহু গণমাধ্যমে হাস্যকর সব মন্তব্য করে পোষ্ট দিতে থাকেন। প্রতি সেকেন্ডে আসতে থাকে অন্ধকারাচ্ছন্ন বিভিন্ন এলাকার ছবি।

“ইউকে পাওয়ার নেটওয়ার্ক” অবশ্য ঘন্টা দেড়েকের মধ্যে বাতি ফিরিয়ে দিতে সক্ষম হয়। কিন্তু অন্ধকারের ওই একঘন্টায় সাধারণ মানুষসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষকরে রেস্তোঁরা ও নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দোকান-পাট ভীষণ বিপাকে পড়ে। ‘যানবাহন নিয়ন্ত্রণ বাতি’র অনুপস্থিতিতে যানবাহন চলাচলের অবস্থা ভীতিকর হয়ে উঠে।

aakldsi-img

অধিকাংশ দোকানপাটসহ অন্ধকারে ডুবে গেছে পিকাডেলি সার্কাসের বিশ্বখ্যাত “বিজ্ঞাপন বোর্ড”

মানুষজন বিভিন্ন মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন এলাকার অগুনতি ছবি দিয়ে দুরবস্তার চিত্র তুলে ধরেন। অবস্থার গভীরতা অনুধাবনের জন্য  টুইটার থেকে কয়েকটি ছবি এখানে তুলে দেয়া হল।

(ছবি কৃতিত্ব: এমএনএস-এর)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT